মোদীর মদদে গদির স্বপ্ন

লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ২৫ মে, ২০১৪, ১১:৪৪:৫৮ রাত



কংগ্রেসের সাথে আওয়ামীলীগের ঐতিহাসিক পারিবারিক সম্পরকের কারনে হাজারো অন্যায়কে ন্যায় বানিয়েছিল আওয়ামীলীগ সরকার । ভোটহীন ৫ই জানুয়ারীর পর সারা বিশ্বকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে দিব্বি সরকার ব্যবস্থা চালিয়ে যাচ্ছে তারা । দুনিয়ার সবাই বিরোধিতা করলে কি আসে যায়,যখন দাদার পরোষের হাত মাথার উপর থাকে ? “কুস পরোয়া নেহী হায়”এই মন্ত্রতো দাদা অনেক আগেই শিখিয়েছেন । তাই জানুয়ারীর নির্বাচন উত্তর নতুন সরকার বাহাদুর বিরোধী দল দমনে গুম,খুনের নয়া নয়া কৌশল নিয়ে অনেক সক্রিয় । এমন চলমান প্রেক্ষাপটে হঠাত দাদার পরলোক গমন । হতাশার প্রশান্ত মহাসাগড়ে হাসিনা বুবু । পায়ের নিচ থেকে যেন মাটি হারিয়ে গেছে । ঠিক উল্টো পিঠে উল্লাসিত বিরোধী জোট । ফলাফল ঘোষনা হতে দেরী আছে কিন্তু অভিনন্দন পত্র পাঠাতে মোটেই দেরী নেই বিএনপির ।এমনকি ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তারাও বেশ সক্রিয় । পত্রে অভিনন্দন জানিয়েও মনতুষ্ট হলো না,অবশেষে টেলিফোন করে আবার অভিনন্দন । বাহ! কি চমতকার …………….. । এবার যদি গোদি পাওয়া যায় । গোদির নেশায় মোদী দাদাকে অভিনন্দন ।মোদীর মদদের যথেষ্ট সম্ভাবনা থাকলেও আসলে কি সেই মদদে ভীরু বাহিনী গোদী লাভ করতে পারবে?গোদীর জন্যে যে সামান্যটুকু রক্তের দরকার তা ঐ বিএনপির কোন নেতা বা তার কর্মীরা দিবে? যারা ছয় বছরে একবার রাজপথে দাড়িয়ে মরতে শিখলোনা, চিতকার করে বলতে পারলোনা চালা গুলি তারা আবার কিভাবে গোদীর স্বপ্ন দেখে ? গোদী পেতে মুরোদ থাকতে হয় । গোদী তো কখনো ই ভীরু কাপুরুষদের জন্যে ছিলনা,হবেও না । আজ যদি জামায়াতের কোন নেতা বা কর্মী গোদীর কথা বলে তাহলে তা বিশ্বাস করা যায় । কারন তাদের মরার হিম্মত আছে , তাদের কিছু করার কিমত আছে । যারা শত শত সাতক্ষিরা, ফটিকছড়ির জন্মদিয়েছে । যাদের ঘরের মহিলা থেকে শিশুরা সবাই আজ কোন কোনভাবে রাজপথে দাড়িয়ে ।

তাই যদি এখন বিএনপি রাজপথে না দাড়াতে পারে, যদি রক্তের বদলে রক্ত না নিতে পারে , তাহলে মোদীর মদদ কতটা কাজে আসবে তাদের জন্যে সেটা কেবল অপেক্ষার বিষয় ।

বিষয়: রাজনীতি

৯৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226284
২৬ মে ২০১৪ রাত ০৩:২৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File