আল-কুরআনের কুরআনিক সংজ্ঞা ও তার নাম সমুহ :
লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ১৪ জুলাই, ২০১৪, ০১:০৩:৪৯ রাত
----------------------------------------------------------
কুরআনের আলোকে কুরআনের সংজ্ঞা :
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ [٢٦:١٩٢] نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ [٢٦:١٩٣] عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ [٢٦:١٩٤]
بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ [٢٦:١٩٥]
এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন, সুস্পষ্ট আরবী ভাষায়। ( আশ-শোয়ারা –১৯২-১৯৫ )
উক্ত আয়াতগুলো কুরআনের যে সকল বৈশিষ্ট অংকন করেছে তা হলঃ
০১. কুরআন আল্লাহ তায়ালার নিকট থেকে নাজিল হয়েছে
০২. রুহুল আমিন অর্থাৎ বিশ্বাস্ত ফেরেশতা জিবরাইল আঃ নিয়ে এসেছেন
০৩. কুরআন রাসুল ( মুহাম্মদ )এর উপর নাজিল হয়েছে
০৪. যাতে রাসুল মানুষকে সতর্ক করতে পারেন
০৫. কুরআন সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে ।
কুরআন মাজিদের নামসমুহ ঃ
আল্লামা তাকী উসমানী রহঃ কুরআনের মৌলিক পাচটি নাম উল্লেখ করেছেন যা পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে যথা
০১. আল-কুরআন
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا [١٧:٩]
এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে।( সুরা আল-ইসরা -০৯)
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ [٥٠:١]
ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ ; (সুরা কাফ -০১ )
০২. আল-কিতাব :
لَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ ۖ أَفَلَا تَعْقِلُونَ [٢١:١٠]
আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না? (আল-আম্বিয়া :১০)
০৩. আল-ফুরকান :
۞ تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا [٢٥:١]
পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়,। ( আল-ফুরকান -০১)
০৪. আয-যিকর :
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ [١٥:٩]
আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল-হিজর -০৯
০৫. আত-তানযিল :
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ [٢٦:١٩٢]
এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। (আশ-শোয়ারা -১৯২)
#নাইটগার্ড
বিষয়: বিবিধ
২৩০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন