আজীবনের জন্য ফাঁসিদাতাদের ঘুম হারাম হয়ে গেল
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১২ ডিসেম্বর, ২০১৩, ১১:০৫:৩৯ রাত
কাদের মোল্লা যদি আসলেই নিরপরাধ হন আর তা জেনেও যদি তাকে ফাঁসি দেয়া হয় তাহলে কাদের মোল্লাকে যারা কসাই কাদের বানিয়ে ফাঁসি দিল তাদের প্রতি রাতে একবার করে মৃত্যুযন্ত্রণা ভোগ করতে হবে। প্রতি রাতে কাদের মোল্লা এসে তাদের গলা চেপে ধরবে। তাদেরকে ফাঁসিতে লটকাবে। আর তাদের আখেরাতে কি অবস্থা হবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত। তাদেরকে আখেরাতে কি শুধু এক মিনিটের জন্য ফাঁসিতে লটকানো হবে? নাকি তারা হাজার বছর পর্যন্ত আধা মরা অবস্থায় ফাঁসির যন্ত্রণা ভোগ করবে? কাদের মোল্লা তো বেঁচেই গিয়েছে এক প্রকার। কিন্তু যারা ইচ্ছে করে নিরপরাধকে ফাঁসি দিল তাদের ঘুম আজীবনের জন্য হারাম হয়ে গেল। যে জানে যে সে ইচ্ছে করেই মিথ্যা স্বাক্ষী দিয়েছে, যে জানে যে আসলে ওনি নিরপরাধ তবুও চাপের কারণে ফাঁসির আদেশ লিখতে হচ্ছে, যে জানে যে প্রতিশোধ নিতে নিরপরাধকে সে হত্যা করেছে, তাহলে নিশ্চিত করে বলা যায় তাদের আজীবনের জন্য ঘুম হারাম হয়ে গেছে। প্রতি রাতে কাদের মোল্লা এসে তাদের গলা পেচে ধরবে। ফাঁসিতে লটকাবে। এব বার নয় বার বার। অনেকে পাগল হয়েও যেতে পারে।
অপরাধীর শাস্তি হোক কিন্তু নিরপাধ যেন মুক্তি পায়।
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন