বোমা বানানোর সময় সুরঞ্জিতের বাসায় বিস্ফোরণ
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২৫ অক্টোবর, ২০১৩, ১০:২৩:৩৯ রাত

বোমা বানানোর সময় সুরঞ্জিতের বাসায় বিস্ফোরণ ঘটে আজ দুপুরের দিকে। ভারত থেকে আমদানিকৃত সরঞ্জামাদি দিয়ে বোমা বানানোর সময় অসতর্কাবস্থায় এই বিস্ফোরণ ঘটে। এক দেশপ্রেমিক পুলিশ এটাকে বোমা বাবানোর সময় বিস্ফোরণ ঘটেছে বল্লেও অন্য এক জন পুলিশ যিনি আগে ছাত্রলীগের ক্যাডার ছিলেন তিনি সাংবাদিকদের বললেন এটাকে স্যারের বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণ বলা যাবে না। এটাকে বলতে হবে অন্য ভাবে। কেও এটা রেখে গেছে বলতে হবে।
ধারণা করা হচ্ছে লগী বৈঠার পরিবর্তে আ লীগ এবার বোমা হামলা করে বিরোধী দলের উপর দোষ চাপাতে লীগ নেতাদের বাসায় বোমা বানাচ্ছে। সাধারণ পুলিশ আর জনগণ মিলে লীগ নেতাদের বাসা তল্লাসি করলে অনেক বোমা পাওয়া যাবে বলে অনেকেই মনে করেন। এই সময় লীগ সমর্থিত পুলিশদেরকে নিস্কৃয় করেই এই কাজ করতে হবে।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন