সংবিধান _( পঞ্চম সংশোধন )
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২৩ নভেম্বর, ২০১৩, ১২:৩৯:৪৫ দুপুর
সংবিধান _( পঞ্চম সংশোধন ) আইনে ৪ ধারাবলে ২ক অনুচ্ছেদে বলা হয়েছে -
( প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে
রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন )
যেখানে স্পষ্ট করে বলা হয়েছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সেখানে বর্তমান সরকার
কি করে জোর গলায় বলতে থাকে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ ?
যদি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হয়ে থাকে তাহলে কেন বার বার সরকার
সংবিধানের দোহাই দেয় ? তাহলে কি ধরে নিব সরকার সংবিধান পরেন না
বা জানেন না ? তাই যদি হয় বাংলাদেশে কোন সংবিধানের প্রয়োজন আছে
বলে আমার মনে হয় না । কারন সংবিধান মানুষের তৈরি আর এটাকে
তিন বাজ করে পকেটে ফেলে রাখা যায় আবার মাঝে মধ্যে সর্দি লাগলে
নাক পুছার কাজে ব্যবহার করা যেতে পারে এর বাহিরে আর কিছুই না ।
রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা বলে মানুষকে গোলক ধাধায়
ফেলে বোকা বানানো চেষ্টা করা এই সরকার একটি গুটিবাজী ।
সংবিধানে তো এই কথা কোথাও বলা নেই যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ।
অসাংবিধানিক কথা বার্তা বলে সরকার নিজেদের মূর্খ প্রমান করতে ব্যস্ত ।
বর্তমান সরকার সংবিধান থেকে এক চুল পরিমান নড়তে না চাইলেও
সরকার কখনোই সংবিধানের ধারে কাছে ঘেঁষে নাই ।
বাংলাদেশ একটি ইসলামিক দেশ এটা আমাদের গর্ব ।
কিন্তু এই গর্ব ধরে রাখার জন্যে আমাদের কিছু কাজ করা খুব প্রয়োজন ।
সংবিধান _( পঞ্চম সংশোধন )
আইনের ১১ ধারাবলে ১২ এর অনুচ্ছেদে (ক) (খ) (গ) (ঘ) তে বলা হয়েছে -
ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য কি কি করতে হবে ।
কিন্তু কথা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সেখানে কোন
ভিত্তিতে ধর্মনিরপেক্ষতার কথা আসবে ? ভারতের রাষ্ট্রীয় ধর্ম
হিন্দু কিন্তু তারা কোথাও ধর্ম =নিরপেক্ষতার কথা উল্লেখ করে না ।
আমেরিকান দের তো কোন ধর্মই নাই তারাও ধর্ম নিরপেক্ষতার
কথা বলে না । একটি সংবিধানে যদি দুই রকমের কথা উঠে আসে
তাহলে কিভাবে এই সংবিধান গ্রহণ যোগ্য হয় ?
(গ) তে বলা হয়েছে
রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না । কিন্তু এই
সংবিধান পঞ্চম সংশোধনীয় আইন যাহারা তৈরি করেছে তারাই
হয় তো সংবিধান এর কথা ভুলে গেছেন , তা নাহলে বর্তমান
সরকার কি করে ভিবিন্ন ইসলামিক নামক দলের কাছে ধরনা
দেয় ? মাঝে মাঝে দেখা যায় মাঝার ব্যবসায়ীদের নিয়েও নাচানাচি
করে । যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাজনৈতিক উদেশ্য
করে ধর্মকে ব্যবহার করা যাবে না সেখানেই সরকার ধর্ম নিয়ে
ব্যবসায় নেমেছে । এক কথায় বলতে পারি এই সংবিধান পঞ্চম
সংশোধন আইন যারা তৈরি করেছে তাদের কাছেই এই সংবিধান
গ্রহণ যোগ্য নয় ।
(ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন,
বিলোপ করা হইবে। কিন্তু বর্তমান সরকারের বিগত পাঁচ বছরে আমরা কি দেখেছি ? একজন মানুষ মসজিদে নামাজ আদায় করছে ঠিক সেই মুহূর্তে সরকারি পেতুয়া বাহিনী নামাজ রত অবস্থায় থাকা লোকটিকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে ধরে নিয়ে গেছে । বৌদ্ধদের মন্দির রাতের আঁধারে ভেঙে দিয়েছে সরকারি গুন্ডা বাহিনী কারন শুধু একটি দলকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যে । যেখানে সরকার নিজেই সংবিধান কে তুচ্ছ করে সংবিধান লংগন করে অসংবিধানিক কর্ম করে তখন আমার মত আম পাবলিক কি করবে ? বাংলার জনগণের মধ্যে হয়ত সংবিধান জানা লোক পাওয়া খুব দুর্লভ । কারন এখনো বাংলার মানুষ সংবিধান কি জিনিষ জানতে চাইলে উত্তর দিবে
( সংবিধান হয় খায় নয়তো মাথায় দেয় )
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন