বাহ্ ভালো তো....... ভালো না?? আল্লামা শফি হেলিকপ্টারে চড়লে চুলকানি উঠে মাগার আমাগো নয়া পীর এ কামেল খ্রিস্টানপতি জয় বাবা ভোলানাথ রাষ্ট্রের কেউ না হয়েও যখন রাষ্ট্রীয় হেলিকপ্টারে ছড়ে নিজের এলাকায় ভ্রমণ করে তখন তো কারো চুলকানি উঠে না..........! কৃষ্ণ করলেই লীলা আর অন্য কেউ করলেই দোষ!!
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ০১ আগস্ট, ২০১৩, ১২:১১:১১ দুপুর
এই খুশিতে নিচের অপরাধ সমূহের কারনে বাংলাদেশ আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠন গুলুর বিচার চাই
1. নাস্তিকের বিরুদ্ধে মুসলমানদের মিসিলে পুলিশ ও অন্যান্য সশস্ত্র বাহিনির গুলি, টি আর গ্যাস, লাঠিপেটা ও বর্বর নির্যাতন
2. নাস্তিক ব্লগারদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের সাথে তুলনা করার ধৃষ্টতা
3. বিচারব্যবস্থাকে দলীয়করন ও চাপ প্রয়োগের মাধ্যমে ধ্বংসের পথে ঠেলে দেয়া
4. শিক্ষাঙ্গনগুলোকে দলীয় অস্ত্রবাজ ও লাঠিয়ালদের লীলাভুমী বানানো
5. শিক্ষকদের পেটানো
6. টিপাইমুখ বাঁধের কারনে বাংলাদেশে মরুকরনের প্রক্রিয়ার নিশ্চুপ
7. বিশ্বজিতকে কুপিয়ে কুপিয়ে হত্যা
8. খুন, গুম, ধর্ষণ, দখলবাজি
9. পদ্মা সেতুর চোর
10. হলমার্কের ডাকাত
11. শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীর সর্বস্ব লুণ্ঠন
12. পিলখানা ট্র্যাজেডি
13. সীমান্ত হত্যায় নীরবতা
14. ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট করা
15. শাপলা চত্বরের গণহত্যা
16. রেশমার নাটক
17. গ্রামীণ ব্যাংকে হস্তক্ষেপ
18. আর অন্যান্য
দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ সরকার । ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা , গরীব জনগনের অন্ন, বস্ত্র,বাসস্থান নিশ্চিত করা , ঘরে ঘরে , চাকড়ি প্রদান, কৃষকদের কে বিনামূল্যে সার প্রদান করাসহ আরো নানাবিধ চটকদার প্রতিশ্রুতিতে দিন বদলের পূর্বাভাস ছিল । দিন বদলেছে ঠিকই, তবে সাধারন জনগনের নয় । দিন বদলেছে হলমার্কের তানভীরদের । দিন বদলেছে শেয়ারবাজারের দরবেশদের । দিন বদলেছে লীগ শব্দ সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের । দিন বদলেছে লীগের সমস্ত এমপি দের । দিন বদলেছে মুরগী কবিরের মতো অনেক সুসিলের । দিন বদলেছে উপদেষ্টা দের । দিন বদলেছে ছাত্রলীগের।
এসবের সাথে সাথে আরো কিছু মানুষের দিনও বদলেছে । কালো বিড়াল সুরঞ্জিত সেন গুপ্ত, সৈয়দ আবুল হোসেন, মখা আলমগীর প্রমুখ ব্যাক্তিদের ! যারা এসব পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন ।
যারা পুরনো দিনকে ভুলিয়ে ভালিয়ে বদলে যাওয়া নতুন দিনের সূচনা করলেন, তাদের সবাইকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন!!
জয় বাংলা ! জয় বঙ্গ বন্ধু !!
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন