এবার অবস্থান কর্মসূচী আসছে

লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৫:৫৬ দুপুর

সম্মানিত সকল সাইবার সংগ্রামী বন্ধুগন,

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-

বর্তমান নৈরাজ্যময় পরিস্থিতির মোকাবেলা ও অবৈধ সরকারের একচেটিয়া পাতানো নির্বাচনের মাধ্যমে বাঁকশাল কায়েম করার যে নীল নকশা তৈরি করেছে এবং সারা দেশব্যাপি গুম,হত্ত্যা,বোমাবাজি-গোলাবাজি,জ্বালাও-পোরাও,সর্বোপরি নিপীড়ন-নির্যাতন প্রতিহত করতে ও বাংলাদেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা বাংলার সকল সাইবার সৈনিকরা অতিশীঘ্রই রাজপথে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করতে যাচ্ছি । বর্তমান সরকার তাদের নিজের খেয়াল খুশি মতো কাজ করে দেশের গণতন্ত্রকে বিকল করে রেখেছে এবং দেশকে পাশবর্তী দেশের কাছে জিম্মি করে ব্যাক্তিগত ফায়দা লূটার চেষ্টা করছে । আমাদের সকলের একটাই মূল উদ্দেশ্য থাকবে বর্তমান স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করা এবং বাংলাদেশে স্বাধীন ও সুস্থ গনতন্ত্র প্রতিষ্ঠা করা । তাই স্বাধীন ও সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল সাইবার সৈনিকদের আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি । এখনি সময় , আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে । এখন শুধু সামনে এগোনোর পালা । আপনারা সবাই কর্মসূচীতে যোগদান করার প্রস্তুতি নিন । ইনশাআল্লাহ্‌ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো, স্বৈরাচারীদের পতন ঘটাবোই ।

গর্জে ওঠো বাংলাদেশ,হটাও বাঁকশাল বাচাও দেশ !!!

উপরোক্ত লেখাগুলো যে যার মতো করে সারা বাংলায় ছড়িয়ে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করুন ।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File