মাসিক হাত খরচ ৫ লক্ষ টাকা মাত্র !!!
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২০ আগস্ট, ২০১৩, ০৮:১১:৫১ রাত
ঐশী নামের এই হায়না-পিচাশদের রাষ্ট্রই তৈরি করতেছে !!!
একজন সরকারী ১ম শ্রেণীর কর্মকর্তার মূল বেতন-১১ হাজার টাকা ,বাড়িভাড়া-বিভিন্ন
ভাতাসহ সর্ব সাকুল্ল্যে তিনি ২২ হাজার টাকার বেশি(maximum)পাবেন না ।
তাহলে,ঐশীর ১ মাসের হাত খরচ দিয়ে ২৩ জন সরকারী বিসিএস কর্মকর্তার মাসিক বেতন দেওয়া যাবে।
তাহলে পুলিশের বিশেষ শাখার কিভাবে সুধু তার মেয়েকে হাত খরচের জন্যে মাসিক হাত খরচ ৫ লক্ষ টাকা দেন। কিভাবে ২ কোটি টাকা দিয়ে তিনি ফ্ল্যাট কেনেন ??
তাহলে এখন প্রশ্ন,মাহফুজ মাসিক কত টাকা অন্যায়ভাবে আয় করত ??
এখানে বলা দরকার,অন্য সরকারী কর্মকর্তা ঘুষ নেয়,মানুষের ফাইল আটকিয়ে ।
আর আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়-অবৈধ টাকা আয় করেঃ
-মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে,
-ভাড়াতে খুনি হয়ে মানুষ হত্যা করে
-কারও শত্রুকে গুম করার বিনিময়ে
-বেপরয়া চাঁদাবাজি করে
আর এইসব কর্মকাণ্ডে হাসিনা সরকার সরাসরি পুলিশ-র্যাব বাহিনীকে সাপোর্ট করতেছে।
বাংলাদেশের ৯০% থানার পুলিশ-র্যাবের কর্মকর্তা আওয়ামি-হিন্দু,গোপালগঞ্জ ও কিশোরগঞ্জের ।
১০০% ডিসি-এসপি কট্টোর আওয়ামীপন্থি ।
হাসিনা নিজের অধীনে নির্বাচন করার যে নীল নকশা করতেছে,তার এই কাজ বাস্তবায়ন করবে এইসব জানোয়ারেরা। আর এই জন্যে পুলিশ-র্যাবের সব অন্যায়-অপকর্মতে সরকার তাদের উৎসাহ দিচ্ছে।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন