۞۞ ঐশীর বন্ধূদেরকে বলছি! **খারাপ সঙ্গী-সাথী ত্যাগ করুন** ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ আগস্ট, ২০১৩, ০৮:৩৩:০০ রাত



আপনার মন খারাপ সঙ্গীদের সাথে চলতে চাইবে। আর এই কথা ভাল ভাবে জেনে রাখুন যে, তারা আপনাকে কখনো ছাড়তে চাইবে না। কারন তাদের পেছনের রয়েছে শয়তান, যে তাদেরকে সব সময় খারাপ ও গুনাহের কাজে লাগিয়ে রাখছে, গুনাহের দিকে ধাবিত করাচ্ছে। অতএব আপনি আপনার বাসার ঠিকার পরিবর্তন করুন, টেলিফোন নাম্বার/মোবাইল নাম্বার পাল্টান এবং যথাসম্ভব আপনার যাতায়াত ও চলাফিরার পথ পরিবর্তন করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এ কারনেই বলেছেনঃ “মানুষ তার বন্ধুর ধর্মে-কর্মে জড়িয়ে পড়ে। সুতারাং তোমাদেরকে দেখতে হবে কার সাথে তুমি বন্ধুত্ব করছ।” (আবু দাউদ, তিরমিযী)

পরিশেষে বলতে চাই,

ভাল মানুষের সাথে হাটিলে খায় বাটার পান--

খারাপ মানুষের সাথে হাটিলে কাটা যায় দুই কান--

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File