ক্বিয়ামাত এক অনিবার্য সত্য

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০১ আগস্ট, ২০১৩, ১২:২৭:২০ দুপুর



ছোটবেলায় ভাবতাম ইন্তেকাল অর্থ মৃত্যু। কেউ মারা গেলে বলা হয় সে ইন্তেকাল করেছে। একটু বড় হতেই জানতে পারলাম ইন্তেকাল মানে মৃত্যু নয়।ইন্তেকাল হলো একটি অবস্থান থেকে আর এক অবস্থানে গমন। মানুষের জীবনের স্তর আসলে তিনটি।একটি সেই রুহের জগৎ, পৃথিবীতে আসার আগে।আরেকটি পৃথিবীতে তার অবস্থান কাল।এবং মৃত্যুর মাধ্যমে সে পদার্পন করে অনন্ত জীবনে,আখিরাতে। দুনিয়ার পরীক্ষা হলে আমরা উত্তরপত্রে যা কিছু লিখবো, সমস্ত আয়ু ব্যয় করেআখিরাতে একটি দিন নির্দিষ্ট করা আছে, সেই দিনটিতে তার ফল প্রকাশ করা হবে। আর দিনটি অবশ্যম্ভাবী ‘ক্বিয়ামাত’।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File