আওয়ামী লীগ যে ইসলাম ও মুসলমান বিদ্বেষী তার কিছু প্রমাণ....
লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ২৩ নভেম্বর, ২০১৩, ১২:৪১:৩৮ দুপুর
"০১.শেখ মুজিবুর রহমান ১৯৫৫সালে "আওয়ামী মুসলিম লীগ" শব্দথেকে মুসলিম বাদ দিয়ে শুধু আওয়ামী লীগকরে । ০২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামথেকে "ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক"অর্থঃ "পড় সে প্রভুর নামে যিনি তোমায়সৃষ্টি করেছেন।" কোরানের এই আয়াত তুলে দেন,ধর্মীয় শব্দ বলে। ০৩. শেখ মুজিবুর রহমানঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামথেকে "রাব্বি জিদনী ঈলমা" অর্থ "প্রভু আমায়জ্ঞান দাও।" কোরানের এই আয়াতটিওতিনি তুলে দেন তার প্রচন্ড ক্ষমতা বলে ধর্মীয়শব্দের অযুহাতে। ০৪. "কবি নজরুল ইসলাম কলেজ"থেকে ইসলাম বাদ দিয়ে, "কবি নজরুল কলেজ"করা হয়। অপবাদ দেন ধর্মীয় দৃষ্টিভঙ্গির। ০৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের "সলিমূল্লাহ মুসলিমহল" থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে "সলিমূল্লাহহল" করা হয়, যা এখনও বিদ্যমান। অপবাদ ইসলামধর্মের। অথছ ভারতের মত কট্টরহিন্দুয়ানী দেশে ২০০শত বছরেরপুরানো বিদ্যাপীট আলীগড় মুসলিমবিশ্ববিদ্যালেয় নামের সাথে মুসলিম শব্দ আজওটিকে আছে। ০৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের"আল্লামা ইকবাল হলের" নাম পরিবর্তনকরে "সূর্যসেন হল" করা হল। ইকবাল মুসলিমজাগরনের কবি, তাঁর কবিতা মুসলিম সাহিত্য,মাদ্রাসা, হাজারো আলেমের হূদয়ে গুঞ্জরণ হয়আজো। মুসলিম জাতিকে গড়ে তূলতে ২৫ হাজারপংতির শুধু কবিতাই লিখেছেন। তিনিইপ্রথমে বৃটিশ থেকে স্বাধীনকরে আলাদা একটি মুসলিম ভূখন্ডেরকথা বলেছিলেন ফলে তাকে পাকিস্থানেরস্বপ্নদ্রস্টা বলা হয়। তিনি মৃত্যুবরন করেনদ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনসময়ে মানে পাকিস্থানের জন্মেরও বহু আগে।ইকবালের নাম না হয় তুলে দেয়া হল, কিন্তু যারনাম তাঁর যায়গায় দেওয়া হল তিনি হলেনবিপ্লবী নেতা সূর্যসেন। সূর্যসেন চরম মুসলিমবিদ্ধেষী, তার দলে মুসলিম তো দূরের কথা,ব্রাহ্মন ব্যতীত কোন সাধারন হিন্দুকেও সদস্যওকরা হত না। তিনি বৃটিশের বিরুদ্ধে বিপ্লবেরকথা বলে যত ব্যক্তি হত্যা করেছেন, তার ৮০%ছিলেন মুসলিম। ০৮. শেখ মুজিবুর রহমান তারশাসনকালে ধর্মনিরেপেক্ষতা র অজুহাততুলে সংবিধান থেকে বিসমিল্লাহর মত ছোট্টকথাটিকেই ঝেঁটিয়ে বিদায় করে। ০৯. ২০০৯সালে শেখ হাসিনা সংবিধানথেকে বিসমিল্লাহীর রাহমানির রাহীম তুলে .স্রীস্টি কর্তার নামে শুরু করলেন এবং বললেনসংবিধানে নাকি কেউ বিসমিল্লাহ খুজে পাননাই| তাহলে কি তার ভাষায় বলব "স্রিস্টিকর্তাহি রাহমানির রাহিম " সারা জিবন এইআওয়ামী লীগ মুসলমানদের ধর্মীয়বিষয়ে আঘাত করে আসছে আর এর সবই জায়েজবলে জাহির করছে ওলামা লীগ নামক শুওরেরজাত" (সংগৃহীত)
বিষয়: রাজনীতি
১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন