বাংলাদেশের জন্য দুর্নীতির স্বত্ন্ত্র নাম দরকার.. আপনারা কি মনে করেন?
লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ১২ মে, ২০১৪, ০৬:৪০:৫৫ সন্ধ্যা
আমরা বাংলাদেশীরা এত বেশী দুর্নীতিবাজ যে তার মাত্রা যেকোন দেশের তুলনায় ব্যতিক্রমভাবে বেশী। দুর্নীতি কাকে বলে, কত প্রকার হতে পারে তা বাংলাদেশের দুর্নীতি না দেখলে বিশ্ববাসী মনে হয় জানতে পারতো না...!
আমি মনে করি, বাংলাদেশের জন্য দুর্নীতির একটা স্বতন্ত্র নাম দেয়া দরকার। আপনারা কি বলেন?
চিন্তা কইরা দেখেন, এখান সরকারী দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের কথা কইয়া কইয়া ঝড় তুলে ফেলে। অথচ সেই মুক্তিযুদ্ধের অবদান হিসেবে স্বীকৃতিস্বরুপ ক্রেস্টেও দুর্নতি!
পদ্মাসেতু- যেখানে কিনা, তৈরীর আগেই দুর্নীতিতে বিশ্ব রেকর্ড!
কি দেশ রে ভাই। সুতরাং আমি মনে করি সত্যিই বাংলাদেশের দুর্নীতির জন্য একটা স্বতন্ত্র নাম দরকার, যাতে করে বিশ্বের মানুষ নামটা শুনেই বুঝতে পারে যে এটা স্পেশাল দেশের স্পেশাল দুর্নীতি...!
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম ধর্মে বৈধ..... লিখেছেন " খেলাঘর বাধঁতে এসেছি " ২৯ এপ্রিল, ২০১৪,
লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১২ মে, ২০১৪, ০৫:৫৫ বিকাল
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/45001#.U3C8H3bZ4gs
দেশের নামটা পাল্টালে তো আমরাও...!
মন্তব্য করতে লগইন করুন