মানুষের হাসার জন্য প্রতিদিন ১০০ কারণ থাকা সত্বেও সৃজনশীলতা, উদ্ধাবনী শক্তি ও চেষ্টার অভাবে আমরা একশ’রও অধিক কারণে কেঁদে থাকি....

লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৪:৫৩ দুপুর

এককদিন এক অন্ধ বালক রাস্তার পাসে বসে ভিক্ষা করছে। তার পাশে রয়েছে একটা বাটি যাতে টাকা-পয়সা রাখছে পথচারীরা। পাশে ছোট্ট একটা সাইনবোর্ড-এ লেখা রয়েছে “I am blind, Please Help Me”। এটা দেখে অনেকে তাকে সাহায্য করছে, তবে তার পরিমাণ নিতান্তই সামান্য এবং যা দ্বারা সারাদিনের খাবারও জুটবে না



কিছুক্ষণ পর এক ব্যক্তি ঐ অন্ধ ব্যক্তিটার সামনে দিয়ে যাওয়ার সময় সাইনবোডটা দেখে একটু দাড়ালো। সাইনবোর্ডটা হাতে নিয়ে কিছু একটা লিখে বোর্ডটা অন্ধব্যক্তিটার পাশে রেখে চলে গেলো। যাওয়ার পূবে অন্ধ লোকটি ঐ ব্যক্তিকে স্পশ করলো।



এর পর কিছুক্ষন পর থেকে অন্ধব্যক্তিটিকে পথচারীরা আগের চেয়ে অনেক বেশী পরিমাণে সাহায্য করতে শুরু করলো।

বিকালে সেই ব্যক্তিটি যখন আবার অন্ধব্যক্তিটির কাছে আসলো দেখলো তার বাটিটি পরিপূণ হয়ে গেছে।

এ সময় অন্ধব্যাক্তিটি আবারো তাকে স্পশ করলো এবং তাকে চিনতে পেরে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো যে, সে তার সাইনবোর্ড-এ কি লিখে দিয়েছে যে, তার পর থেকে তাকে পথচারীরা বেশী পরিমাণে সাহায্য করছে। সে অন্ধ এটার পরিবর্ত অন্য কিছু লিখে রাখেনি তো! জিজ্ঞেস করলো ঐব্যক্তিকে।

উত্তরে ব্যক্তিটি বললো, আমি আপনার সাইনবোর্ড-এ লিখে দিয়েছি যে, "Today is a beautiful day, but I cannot see it."

এরপর অন্ধব্যক্তিটিও খুব খুশি হলো, এবং লোকটির জন্য প্রাণভরে দোয়া করলো।



বর্তমান সময়টা হলো পরির্তনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের সময়।

মানুষের হাসার জন্য প্রতিদিন ১০০+ কারণ থাকা সত্বেও সৃজনশীলতা, উদ্ধাবনী শক্তি ও চেষ্টার অভাবে আমরা একশ’রও অধিক কারণে কেঁদে থাকি....,

সুতরাং কিছু করতে শিখুন, নতুন কিছু করুন, চেষ্টা করুন, আপনার ভাষা পরিবর্তন করুন, মানুষের দৃষ্টি আকর্ষণ করুন, সাফল্য পাবেন।

বিষয়: বিবিধ

১৮৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File