বড়াই করার সার্থকতা!
লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ২৮ এপ্রিল, ২০১৪, ০৫:৪৪:৩৬ বিকাল
আমরা কতনা জৌলুসে থাকতে পছন্দ করি। রাজধানী শহর, বড় বড় শহরে, বড় বড় বিল্ডিংয়ে থাকার বড়াই দেখায়। গ্রামে যারা থাকেন তাদেরকে শহরের অনেকে গ্যাম্য, খ্যাত ইত্যঅদি কত কিছুই না আখ্যা দিয়ে থাকি...!
অথচ: ঢাকা শহর, যেখানে একটু পানির লাইন, গ্যাস লাইন বা বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে গেলে বোঝায়ায় মানুষ কতটা অসহায়। একদিন এ অবস্থায় থাকলে পরদিন সেই মহা অট্টালিকাতে আর থাকার কোন পরিবেশ থাকে না।
সে কারণে যে অবস্থানে থাকিনা কেন, সেখান থেকে অপেক্ষাকৃত নীচু অবস্থানে যারা আছেন তাদেকে ছোট করে দেখা বা যারা উচু অবস্থানে আছেন তাদের দেখে হতাশ না হওয়া উচিৎ।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন