ভুতুড়ে তথ্য
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ১৯ জুলাই, ২০১৩, ০৬:২৫:৩২ সন্ধ্যা
বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামীলীগ এর প্রধানমন্ত্রী
শেখ হাছিনার লন্ডন সফরে যাওয়ার পর মুহূর্তেই অজানা
এক ভীত অবস্থায় অনেক সিনিয়র নেত্রীবৃন্দ নিজেদের লোটা-
বাটি তল্পি-তল্পা গুছিয়ে নিয়ে দেশান্তর হতে শুরু করে দিয়েছিলেন ।
সেই খবর পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী হাছিনা তরিঘরি
করে দেশে ফিরে এসেছিলেন । পরে প্রধানমন্ত্রীর বিশেষ
অনুরোধে সিনিয়র নেত্রীবৃন্দগণ নিজেদের গাঁ ঢাকা দেওয়া
থেকে ফিরে আসলেন । কিন্তু এখনো অনেকে নিজেদের সিদ্ধান্তে
অটল অবস্থানে আছে বলে জানা গেছে । হয়ত যে কোনো
মুহূর্তে আওয়ামীলীগের প্রধান প্রধান নেতাদের আর খুজে
পাওয়া নাও যেতে পারে । তবে বিশেষ করে পাঁচ সিটি
কর্পোরেশনে হেরে গিয়েই যে আওয়ামীলীগ আতঙ্কে পরে গেছে
তাও নয় । গোপন খবর ভিত্তিতে জানা গিয়েছে যে -
আওয়ামীলীগ সরকারের গত সাড়ে চার বছরের সকল
বেআইনি মূলক প্রত্যেকটি কর্মকাণ্ডে এর সাথে পরোক্ষ ও
প্রত্যক্ষ ভাবে প্রায় হাতে গনা দুই একজন বাদে আর সকলেই জরিত ।
এর মধ্যে অন্যতম ( বিডিআর হত্যাযজ্ঞ , ভারতের কাছে বিনা শুল্কে
ট্রাঞ্জিট , বর্ডারে প্রতিনিয়ত বাংলাদেশীদের খুন ধর্ষণ , শেয়ার বাজার
কেলেংকারি , সাংবাদিক সাগর-রুনি হত্যা ,ইলিয়াস আলী গুম ,
ডেসটিনি - হলমার্ক কেলেংকারি , সাভার ট্রাজেডি ,৬ মে রাতের
আধারে হেফাজত ইসলামের উপর গুলি বর্ষণ , ছাত্রলিগের বাধ
ভাঙ্গা অনাচার অত্যাচার খুন রাহাজানি ধর্ষণ , সব শেষ
রেশ্মাকে নিয়ে নাটক সিনেমা বানানো ।
উপরোক্ত সমস্ত খারাপ কাজ সহ আরো জানা অজানা অনেক
জঘন্য কাজ করে, তারা এখন ভীত সন্ত্রস্ত ।
কাজেই পালানোর চিন্তা তারা করে মাঠে নেমেছিল ।
শেষ সময়ে নিজেদের বাঁচার রাস্তা রাখার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে
বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে ।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন