________ স্বাধীনতা __________

লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ০৫ জুলাই, ২০১৩, ০৯:২০:২৯ রাত



আমরা এমন একটা স্বাধীন দেশের জনগন এক নজরে দেখে নেই

১- আপনি সন্ধার পর বাহির থেকে আসতে দেরি হলে আপনার বাসার কারো ঘুম হবেনা। আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সবাই না আসা পর্যন্ত আপনাকে কল দিতেই থাকবে..

২-- আপনি ঘর থেকে বাহির হবেন আবার ঘরে ফিরে আসবেন তার গ্যারান্টি কেও দিতে পারবেনা.

৩-- ২ হাজার টাকা নিয়ে শহরে যাবেন. ১০ মিনিট পর পর আপনি আপনার প্যান্টের পকেট দেখতে হবে টাকা জায়গামত আছে কিনা..

৪-- সত্য কথা বলবেন লিখবেন. মিথ্যার প্রতিবাদ করবেন আপনি নিজেই নিজের মৃত্যু ডেকে আনবেন

৫-- আপনার সামনে কোন অপরাদ হচ্ছে আপনি প্রতিবাদ করতে সাহস পাবেন না

৬-- আইন আদালতে যাবেন টাকা ছাড়া কোন কিছুই করতে পারবেন না...

৭-- আপনি ইন্টার্ভিউতে পাস করবেন. ঘোষ ছাড়া চাকরি পাবেন না.

৮-- পুলিশের কাছে যাবেন আপনার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে পয়সা কামাবে

৯-- কোন বিপদে পরছেন টাকা আছে হেলো তে কাজ হয়ে যাবে

১০-- আপনার টাকা নাই আপনার এই স্বাধীন দেশে কোন মূল্য নাই...

১১-- সংসার সুন্দর করবেন প্রবাসে আসতে হবে.. আর এই প্রবাসে এসে নিজের মা বাবাকে শেষ মাটিটাও দিতে পারেন না অনেকে.. এর ছেয়ে দুঃখের জীবন আর কি হতে পারে

কি পেলাম আমরা স্বাধীন দেশে ?

এর নাম যদি হয় স্বাধীনতা . উশটা মারি সেই স্বাধীনতার কপালে.. At Wits' End

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File