সরকার, পুলিশ, আদালত, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো কি শুভ্র ভাইকে নিপীড়নের ব্যাপারে জোট বেধেছে?
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১১ আগস্ট, ২০১৩, ০৫:১৩:৪৫ বিকাল
আমি সত্যিই ভয় পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ জানালেন শুভ্র ভাইকে গ্রেফতারের ঘটনায় নাকি মানবাধিকার সংগঠনগুলো কোনো আন্দোলন করবে না । কাল রাতেই সরকারি মুখপত্র বিডিনিউজ২৪ ডট কম অধিকারকে 'ডানপন্থী' সংগঠন ও শুভ্র ভাইকে জামায়াত সংশ্লিষ্ট বলে তাকে নির্যাতনের ঘোষণা এলান করেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন মানবাধিকার সংগঠনগুলো আন্দোলন করবে না। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো?
আদালত শুভ্র ভাইকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশের সাথে এও বলে দিয়েছে পুলিশ তার বাসা ও অধিকার কার্যালয়ে তল্লাশি করতে পারবে।
সরকার, পুলিশ, আদালত, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো কি শুভ্র ভাইকে নিপীড়নের ব্যাপারে জোট বেধেছে?
আমি দেশের সব মানুষকে আহ্বান জানাই প্রতিবাদ জানান। কারণ শুভ্র ভাইকে পিটিয়ে তক্তা বানানোর মাধ্যমে রাষ্ট্র একটি বার্তা দিতে চাচ্ছে ক্রসফায়ারসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ড, মুসলিম মেয়েদের বোরকার পরার দায়ে গ্রেফতারের বিরুদ্ধে কথা বললে কেউ রেহাই পাবে না।
এই বার্তাটির গভীর গুরুতর দিকটি সেক্যুলার আওয়ামী লীগ আমাদেরকে জানাচ্ছে যে, বাংলাদেশের মুসলমানদের প্রতি আগামী দিনে নিপীড়ন আরো তীব্রতর হবে। ব্যাপারটি এমন যে গণহত্যা হবে কিন্তু সাউন্ড হবে না।
আজ দেখেছি এএইচআরসি ঢাকার আদালত ও কূটনৈতিক মিশনগুলোকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এসবে আমার কোনো আস্থা নাই। আমি আল্লাহর কাছে শুভ্রর ভাইয়ের জন্য দোয়া করি যেন আল্লাহর বান্দারা শুভ্র ভাইকে মুক্ত করার জন্য হরতাল ডাকে, হাজতখানা ভেঙে তাকে মুক্ত করতে সর্বোচ্চ ঝুঁকি নেয়।
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন