মাননীয় প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি

লিখেছেন লিখেছেন আবরার ১১ আগস্ট, ২০১৩, ০৪:৪১:২৭ বিকাল



মাননিয় প্রধানমন্ত্রী ,

জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ ।


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আম জনতার কথা-বার্তা রাজা বাদশাদের কান পর্যন্ত যায় না । আমার চিঠিরও একই গতি হতেই পারে । তবুও লিখা । আপনি জননেত্রী । আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী । আপনার প্রতিটি বাক্য -কর্ম মুহুর্তের মধ্যে পৌছে যায় হাজার হাজার মাইল দুরে । ডিজিটাল যুগের বদৌলতে আপনার বিরানী পাকের দৃশ্য প্রবাসে বসেই আমরা দেখতে পেয়েছি । একজন প্রধানমন্ত্রী যে একজন সাধারন গৃহিনীও হতে পারে তা আমরা বুঝতে পেরেছি । অপনাকে অশেষ ধণ্যবাদ ।

আপনার জম্ম রাজপ্রাসাদে নয় । এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে আল্লাহ আপনাকে পাঠিয়েছে । ২বার প্রধানমন্ত্রী হলেন । '' দিন বদলের সনদ '' নিয়ে আসলেন । এখন কিন্তু দিন বদলের হিসাব - নিকাশের পালা । সফলতা - ব্যর্থতা বুঝার সময় । আপনার সফলতার স্তুতি গাইবার চামচা অনেক । ব্যর্থতার কথা বলার সাহসী লোক দলে নেই ।২/৪ জন থাকলেও আপনার ভয়ে মুখে লাগানো তালা খুলতে পারছে না । গোয়েন্দারাও প্রধানমন্ত্রীকে খুশী রাখতে চায় । '' সব ঠিক আছে , ম্যাডাম । জনমত আপনার পক্ষে '' । সব সরকারের জন্যে এই বুলি তারা আওরায় । জনমতের সঠিক তথ্য পেতে হলে আপনার আস্থাভাজন ৫ পত্রিকাকে দায়িত্ব দিতে পারেন । ইত্তেফাক , ইনকিলাব , প্রথম আলো , মানবজমিন এবং যুগান্তর এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে ।

মাননীয় প্রধানমন্ত্রী !

দায়িত্বের সূচনা পর্বে আপনি বিরুধী পক্ষকে আস্থায় নিয়ে চলতে চাইলেন । তারাও পজেটিভলি অগ্রসর হল । জনগন নতুন আশার আলো দেখেছিল । কিন্তু অল্প সময়ে সব থেমে গেলো । সরকারী দল এবং বিরোধী দল যৌথভাবে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চালিয়ে সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়বে - এমন সুন্দর চিন্তা ভন্ডুল করতে আপনার সামনে কয়েকটি স্পর্শকাতর বিষয়কে প্রধান ইসু হিসাবে ঠেলে দেয়া হয়েছে । এর রিএ্যাকশন -সুদুরপ্রসারী কুফল খাটো করে দেখানো হয়েছে ।

১] সেনাবাহিনী সাইজ করা । সেনাবাহিনীর চৌকস অফিসার হত্যা সেই অশুভ শক্তির কর্ম ।

২] ১০ ট্রাক অস্র মামলা । উলফা দমন । নিরাপত্তাজনিত রাষ্ট্রের একগুরুত্বপুর্ন গোপন বিষয় যা গোপনভাবেই মাটি দেয়ার কথা । কিন্তু এর ভিতরে রাজনীতি প্রবেশ করেছে ।

৩] তত্তাবোধায়ক বিধান বাতিল । এই বিধান প্রতিষ্টায় আপনার সংগ্রাম সফল হয়েছিল । আপনি নিজ হাতে দাফন করলেন । পক্ষ - বিপক্ষ শক্তি চাঙ্গা হল । দেশ এক অজানা পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ।

] সংবিধান হতে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস -আস্থা উঠিয়ে সকল ইসলাম পন্থীর বিপক্ষে আবস্থান নিলেন । বিরোধী পক্ষের হাতে আস্র তুলে দিলেন ।

৫] ইসলাম পন্থীদের নির্মুল করা । যুদ্ধাপরাধ ইসুর নামে মুলত ইসলাম পন্থী নেতা এবং দলকে নির্মুল করাই আসল উদ্দেশ্যে পরিনত হয়েছে । দলিয় আইনজীবি এবং দলীয় জুনিয়র বিচারক দিয়ে '' নাটক '' চলেছে । তাদের কোন গ্রহন যোগ্যতা নেই । আপনার দল এবং বাম ছাড়া কেউ এই বিচার মানছে না । এটা একটি পরিকল্পিত '' হত্যা '' হিসাবে বিবেচিত হবে ।

এই সকল ইসুতে আপনার এবং আপনার দলের ক্ষতি ছাড়া কোন লাভ হয়নি । এগুলোর কোন কুল-কিনারা নেই । শাহাবাগ আন্দোলন হতে কি পেলেন ? আপনি এবং আপনার সরকার নাস্তিকদের পৃষ্টপোষক অভিযোগে অভিযুক্ত হলেন । আস্তিক-নাস্তিক ২ভাগে দেশ বিভক্ত হল । অনৈতিক -ফ্যাসিবাদী আন্দোলন ভাল ফল দেয় না । আর কত ফ্রন্ট খুলবেন ? বামরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে ? সকল বাম একত্র হয়ে একটি আসনে নির্বাচিত হয়ে আসার ক্ষমতা রাখে না । আজ তারা আপনাকে বিভ্রান্ত করেছে । আপনার জনপ্রিয়তায় ধবস নামিয়েছে । আপনার কিছু বক্তব্য , মন্ত্রীদের কথা-কর্ম এবং ছাত্র-যুব লীগের বাড়াবাড়ি সকল সফলতা ম্লান করে দিয়েছে । তাই আপনি সফলতা বুঝাবার জন্যে '' বিলবোর্ড অবুথহান '' ঘটালেন । তাতে হিতে বিপরীতই হয়েছে ।

মাননিয় জননেত্রী !

দেশে চলেছে প্রতিহিংসা -বিদ্বেষ , সংঘাত-সংঘর্ষের রাজনীতি । দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে । নিশ্চিত আপনার নিয়ন্ত্রন রশি চ্ছিন্ন ভিন্ন হয়ে যাবে । সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে । অরাজনৈতিক আমলা এবং বাম নেতারা আপনাকে একদম ডুবিয়ে হাত গুটিয়ে বসে থাকবে । আপনার পাশে এখন শুধু কামরুল -হাসান-হানিফ -নাসিম হাল পারছে । সাথে কালো বিড়াল লম্প -ঝম্প দিচ্ছে । তিনারা আপনার ভাবমুর্তি চেটে-পুটে খাচ্ছে ।

রাজনোইতিক সংকট গায়ের জোরে সমাধান করা যায় ? রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হয় । আপনি দয়া করে '' তত্ত্বাবোধায়ক সরকারের '' অধীনে নির্বাচনের ঘোষনা দিয়ে দেশ এবং জাতিকে রক্ষা করুন । মুহুর্তের ভিতর দৃশ্যপট পালটে যাবে । দেশে কোন আন্দোলন থাকবে না । ইসলাম পন্থীদের নির্মুল কর্ম বন্ধ করুন । ইতিহাসে সম্মানীত এবং অবিস্মরনিয় হয়ে থাকুন । জনগনের কাতারে আসুন ।জনতার মন জয় করুন । তাদের আস্থায় আসুন । জনগনের ম্যান্ডেট নিয়ে আবার প্রধানমন্ত্রী হন । এত সফলতা থাকতে ভয় কিসের ?

দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুন , ভাল রাখুন , সময়োপযোগী সুন্দর সিন্ধান্ত নেয়ার তৌফিক দিন ।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File