মুক্তিযোদ্ধা কোটাঃ মুক্তিযোদ্ধার সম্মান???
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ১১ জুলাই, ২০১৩, ১১:৫৬:২৬ রাত
মুক্তিযোদ্ধার প্রজন্মকে কেনো কোটা দিতে হবে??মুক্তিযোদ্ধারা কি তাদের প্রজন্মকে মেধাহীন হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন??তাঁরা কি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রজন্মকে কোটার সুবিধা পাইয়ে দেবার জন্য??আমার বাবা ১৯৭১ এ অনেক ছোট ছিলেন,সেই দোষ কি আমার??যদি সেই দোষ আমার না হয় তবে কেনোইবা বাবা-দাদা-নানার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা নিয়ে আমরা অতিরিক্ত সুবিধা ভোগ করতে চাইবো??নিজের যোগ্যতা,মেধা অনুযায়ী চাকুরি পেলে পাবো নতুবা যাদের যোগ্যতা আছে তারা তাদের মেধা অনুযায়ী চাকুরি পাবে।মুক্তিযুদ্ধের নামে,মুক্তিযোদ্ধার নামে চেতনা ব্যবসা করার অধিকার কারো নাই।কোটা পাবার একমাত্র যোগ্য দাবিদার সেই সব প্রতিবন্ধী ভাই-বোন যারা সংগ্রাম করেছেন নিজেদের শারীরিক অক্ষমতার সাথে,হতে চেয়েছেন জীবন যুদ্ধে জয়ী।।
মুক্তিযোদ্ধার সম্মান জানানোর উপায় তাদের প্রজন্মদের কোটার মাধ্যমে সুবিধা দেয়া নয় বরং জীবনের প্রতিটি কাজে,দেশ গড়ার কাজে মুক্তিযোদ্ধাদের মতো নিঃস্বার্থ আত্মনিয়োগ করা।দেশকে শোষণ মুক্ত করা,দেশের সকল মানুষের সমান সুযোগ নিশ্চিত করে শ্রেণী বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে তোলা।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন