নাস্তিকতাঃ মুসলিম হিসেবে আমাদের করণীয়
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৯ জুলাই, ২০১৩, ১১:১৭:০৩ রাত
আমাদের সমাজে ধীরে ধীরে নাস্তিকতার তথা ইসলাম বিদ্বেষীতার প্রভাব দিন দিন ভয়ানকভাবে বেড়েই চলেছে। এর পেছনে ইসলাম বিদ্বেষী চক্র যতটা না ক্রিয়ানকের দায়িত্ব পালন করছে তার চেয়ে বেশি সহায়ক ভুমিকা পালন করছে এই দেশের মুসলিম নামধারী,ইসলামের পক্ষের শক্তি নামধারী কিছু হুজুগে আর কিছু ধান্দাবাজ লোক। বর্তমান সমাজে এই শ্রেণীর লোকের আনাগোনা বেড়েই চলেছে।পরগাছার মতো বেড়ে উঠছে অসংখ্য ধান্দাবাজি ধার্মিক গোষ্ঠী। ইসলামের মহান শিক্ষা প্রচারতো দূরে থাক নিজেরাই ধ্বংস করছে নিজেদের যৎসামান্য ইমান-আকিদা। অন্যের দোষ ত্রুটি অনুসন্ধানে সদা তৎপর এই মুসলিম নামধারী মানুষগুলো সমাজের প্রতিটি ফেতনা-ফ্যাসাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত।একদল বলছে তারাই ইসলামের মূল আদর্শের পথে অটল রয়েছে অন্য দল বলছে শুধু তারা ছাড়া আর সবাই গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে।আসলে এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারা ইসলামের সুমহান আদর্শকে সঠিকভাবে ধারন করে আছে অথবা ধারন করার তীব্র প্রচেষ্টায় আছে আর কারা ইসলামের নাম ব্যবহার করছে নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য।নিজেদের মাঝে এই ব্যাবধান-ই ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সুযোগ করে দিচ্ছে ইসলামের আদর্শের সমালোচনা করতে,ইসলামকে তথা সমগ্র মুসলিম জাতিকে হেয় প্রতিপন্ন করতে।বাংলাদেশে ইসলাম অবমাননা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে,আর এর জন্য দায়ী আমরা মুসলিমরাই,যারা শুধু নামে মুসলিম হয়ে আছি আর প্রতিটি কাজে ইসলামের শিক্ষাকে,আদর্শকে দূরে সরিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিলের জন্য খেয়াল-খুশিমতো নিজের আখের গোছাচ্ছি।সত্য বচন,সত্য কথন,সত্য লিখন আজ আমাদের কাছে হয়ে গেছে নিতান্তই অপ্রিয়।সমাজ থেকে নাস্তিকতা,ইসলাম বিদ্বেষীতা চিরতরে মুছে ফেলতে চায় আমাদের ঐক্য,এক ছাদের নিচে আসতে হবে আমাদের সকল ভেদাভেদ ভুলে,দুনিয়াবি সকল সার্থকে জলাঞ্জলি দিতে হবে এক আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য।সব শ্রেণীর সব পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলে দাড়াতে হবে সকল অন্যায় অনাচার ধর্মদ্রোহিতার বিরুদ্ধে।গড়তে হবে আদর্শিক ইসলামিক রাষ্ট্র।।আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।।।
বিষয়: রাজনীতি
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন