বহমান এই নষ্ট সমাজঃআমাদের করণীয়
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৪ জুলাই, ২০১৩, ০৬:৪৫:৪৭ সন্ধ্যা
সমাজের প্রতিটি স্তরে আজ নাস্তিকতা, অপসংস্কৃতি, বেহায়াপনা এমনভাবে জেঁকে বসেছে যে সুস্থ স্বাভাবিক সৎ জীবন যাপন করা হয়ে গিয়েছে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার মতো এমনকি তার চেয়েও কঠিন। সম্ভাবনাময় সকল মেধার অপপ্রয়োগের পেছনে ইসলাম বিদ্বেষীদের সুপরিকল্পিত প্রচেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সচেষ্ট হতে হবে আমাদেরকেই। আমাদের মেধাকে কাজে লাগাতে হবে সত্য সুন্দর সততার পক্ষে। সত্য কথন সত্য বচন সত্য লেখনিতে সদা তৎপর হতে হবে আমাদের সবাইকে। নীতি বিবর্জিত প্রতিটি কাজ প্রতিটি পদেক্ষেপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার পাশাপাশি অন্যকেও তা থেকে মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। বর্তমান সমাজের প্রতিটি স্তর থেকে অশ্লীলতা অসামাজিকতা অনাচারের শেষ শিকড় উপড়ে ফেলে আল্লাহর আদেশ-নিষেধ ও রাসুল(সাঃ)-এর আদর্শ অনুযায়ী আধুনিক সমাজ গড়ার দীপ্ত প্রত্যয় নিয়ে সামনে চলাই হোক আমাদের একমাত্র ব্রত।। আল্লাহ আমাদের সহায় হোন।।
আমিন।।।
বিষয়: রাজনীতি
৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন