প্রতিপক্ষের এজেন্টকে মারধরের অভিযোগ হিরনের বিরুদ্ধে
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১৫ জুন, ২০১৩, ০৭:১৫:১৪ সন্ধ্যা
আযাদ আলাউদ্দীন ও হানজালা শিহাব, বরিশাল: শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল আটটায় নগরীর ১০০ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এদিকে সকাল সোয়া নয়টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে সাগরদী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন প্রতিপক্ষের এজেন্ট আনারস প্রতীকের জুবায়েরকে ভোটকেন্দ্রের মধ্যেই মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী এসজিএম খালেদ নতুন বার্তাকে বলেন, “সকাল সোয়া নয়টায় টেলিভিশন প্রতীকের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন সাগরদী আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি ভোটকেন্দ্রে ঢুকে শাহআলম নামে এক ভোটারকে টেলিভিশন প্রতীকে প্রকাশ্যে ভোট দেয়ার নির্দেশ দেন। ওই ভোটার এ সময় স্তম্ভিত হয়ে যান এবং তার সামনেই টেলিভিশনে ভোট দিতে বাধ্য হন। বিষয়টির প্রতিবাদ জানান ওই বুথে দায়িত্বরত আনারস প্রতীকের এজেন্ট জুবায়ের। এতে হিরন ক্ষিপ্ত হয়ে সবার সামনেই জুবায়েরকে চড়থাপ্পড় মারেন।”
এছাড়া বরিশালের আর কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো রয়েছে।
নির্বাচন অফিস জানিয়েছে, ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। কেন্দ্র দুটি হচ্ছে বরিশাল জেলা স্কুল ও কমার্শিয়াল স্কুল।
এদিকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি, র্যা ব, পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও আনসার ভিডিপির সাড়ে চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ১৫ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে রয়েছেন।
এদিকে ভোটগ্রহণ শুরুর আগেই সকাল সাড়ে সাতটা থেকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ভোট শুরুর আগেই বৃষ্টি শুরু হওয়াতে কেন্দ্রগুলোতে প্রথমে ভোটাররা আসতে কিছুটা সমস্যায় পড়ছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে ভোটকেন্দ্রে।
http://www.natunbarta.com/outside-dhaka/2013/06/15/30905/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87
বিষয়: বিবিধ
৮৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন