ভন্ড পীরের কান্ড

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১৫ জুন, ২০১৩, ০২:১৭:১৬ দুপুর

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি রাণীনগর গ্রামে শনিবার ভোরে পুলিশ শিষ্যের শিশুকন্যা (১২) ধর্ষণের অভিযোগে শামসুল হক ক্বাদরী (৩২) নামে এক তথাকথিত পীরকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ ওই পীরের বাড়ি থেকে ভিকটিম শিশুটিকেও উদ্ধার করে।

সামসুল হক ওই গ্রামের মৃত কুসাই শেখের ছেলে। তিনি নিজেকে দীর্ঘদিন ধরে পীরে কামেল হযরত শাহ সুফী, আল-ক্বাদরী, আল-চিশতী, আল-নকশাবন্দী ও আল-মোজাদ্দেদী পরিচয় দিয়ে আসছেন।

শিশুটির বাবা জানায়, তিনি প্রায় আট বছর আগে ওই শামসুল হকের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। এ কারণে তার নিয়মিত পীরের বাড়ি স্ত্রী-কন্যা নিয়ে যাতায়াত ছিল।

তার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া কন্যাকে ওই পীর আধ্যাত্বিক গানের শিল্পী বানানোর প্রলোভনে কয়েকমাস ধরে আটকে রেখে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনা জানার পর তিনি পীরের সাথে যোগাযোগ করেন।

কিন্তু পীর এসব বিষয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। জানাজানি হলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে আটকে রাখেন।

এরপর গতকাল শুক্রবার শিশুটির বাবা পীরের বিরুদ্ধে শিবালয় থানায় এ ঘটনায় মামলা করেন। পুলিশ সাড়ে ৫টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে ওই পীরকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।

ফেসবুক থেকে নেয়া-

https://www.facebook.com/sobarage?ref=stream&hc_location=stream

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File