রেশমার বেতন ৩৫ হাজার টাকা, সাথে গাড়ী!!!!!
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১২ জুন, ২০১৩, ১২:০৮:৫৩ দুপুর
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নীচথেকে জীবিত উদ্ধার সেই গার্মেন্টস কর্মী রেশমা বেগম (১৯) আজ বৃহস্পতিবার! পাঁচ তারকা হোটেল ঢাকা ওয়েস্টিনে যোগ দিচ্ছেন। তার পদ হচ্ছে পাবলিক এরিয়া অ্যাম্বাস্যাডর। বেতন
ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। যাতায়াতের
জন্য তিনি পাচ্ছেন পরিবহন (গাড়ী) সুবিধা।
ইতোমধ্যে হোটেল কর্তৃপক্ষ রেশমাকে নিয়োগপত্র দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে বেতন ছাড়াও থাকছে ঈদ বোনাস, ভাতা ও অন্যান্য সুবিধা।
সব কিছু ঠিক আছে.. রেশমা উদ্ধারের ব্যাপারটা নিয়েও অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়াতে!! তবে আমার কথা হচ্ছে শুধু
রেশমা কেন???
আরও যারা আহত কিংবা পঙ্গু হয়েছে তাদের কি হবে..?
রেশমাতো সম্পূর্ণ সুস্থ; সে তো অন্য কোথাও
চাকুরি নিতে পারত??!! কিন্তু যারা একটি হাত, একটি চোখ কিংবা একটি পা হারিয়েছেন; যাদের
পরিবারের সে এক মাত্র উপার্জনকারি; এমন
একটি চাকুরি পেলে হয়তো সে পরিবারটির
অনেক উপকার হত; বেঁচে থাকতো আহত
মানুষটির পরিবারের স্বপ্ন।
একবার ভেবে দেখবেন কী????
** ফেসবুক থেকে নেয়
লিখেছেন- আমি কেউ না I Am Nobody
https://www.facebook.com/iamnobody.69?ref=stream&hc_location=stream
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন