খুবই গুরুত্বপূর্ন কিছু অ্যান্ড্রয়েড এ্যপস........আমার পরামর্শ ( কিছুটা ১৮+)

লিখেছেন লিখেছেন এম আর সুমন ১১ জুন, ২০১৩, ০৮:৪৫:২২ রাত



আমাদের অনেকের হাতেই এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড ব্যবহার করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যায় পরেন। আমিও পরেছি। আমি কিছু কিছু এপ্লিকেশনের পরামর্শ দিব এখানে। সম্ভব হলে এর ব্যবহারও বলে দিব।

তবে ডাউনলোড লিংক দিচ্ছি না। কারন প্রায় সবগুলোই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

ব্রাউজারঃ

১। ডলফিন ঃ এই ব্রাউজারকে বলা হয় সবথেকে ভাল ব্রাউজার। ব্রাউজারটিতে এড অন রয়েছে অনেক ধরনের। তবে খুব বেশি এড অন ব্যবহার করলে ব্রাউজার একটু স্লো হয়ে যায়।

২। ফায়ারফক্সঃ অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স খুব বেশি ভাল না বলে আমার মনে হয়েছে। তবুও ফায়াফক্সের তো একটা আলাদা নাম ডাক আছে। তাই এটিও সাথে রাথতে পারেন।

৩। এক্স বি টুঃ ব্যক্তিগত মোবাইলে অনেকেই অনেক ধরনের সাইটে ঢুকে থাকেন। সেটা দোষের কি না, সেই আলোচনায় যাব না। তবে অ্যাডাল্ট সাইটে ঢোকেন নি জিবনে, এমন মানুষ কোথাও খুজে পাওয়া মুস্কিল । দেখা যায় আপনি একটি অ্যাডাল্ট সাইটে ঢুকলেন, পরে আপনার বাসার কেউ, সেই ব্রাউজারে ঢুকেই অটোমেটিক সেই সাইট ওপেন হয়ে গেল। কি কারবার হবে তখন। তাই কেউ অ্যাডাল্ট সাইটে না ঢোকাই উত্তম। তারপরেও কেউ একান্তই ঢুকতে চাইলে এই ব্রাউজার ইউজ করতে পারেন। এর সুবিধা হলো , কোনো হিস্টোরী থাকে না। আপনার পাসওয়ার্ড ছাড়া আর কেউ এটিতে ঢুকতেই পারবে না। আর সবথেকে মজার বিষয় হলো, এটি যে একটি ব্রাউজার , তাই আপনি ছাড়া আর কেউ বুঝবেন না। অন্যরা এটিকে ক্যালকুলেটর ভাববে। আর কোনো সাইট আপনার কষ্ট করে খুজতে হবে না। সব সাইটই এখানে অটো আপলোড করা থাকে।

সিস্টেম ও স্পিড আপ টুলসঃ

১। অল ইন ওয়ান টুলবক্সঃ প্রথমেই আমি সাজেশন করবো, অল ইন ওয়ান টুলবক্স। এক কথায় অসাধারন একটি এন্ড্রয়েড এপ্লিকেশন। সব আছে এতে। স্পিড বাড়ানোর জন্য এটি ব্যবহার করতে আমি সাজেশন করছি।

২। অ্যান্ড্রয়েড বুস্টারঃ আপনার মোবাইলের গতি বাড়িয়ে দিবে।

৩। অ্যাডভান্স টাস্ক ম্যানেজারঃ এক কথায় অসাধারন। আপনি মোবাইলে কোনো কাজ করছেন, এই সফটওয়ারটি নিজে থেকেই আপনার অপ্রয়োজনীয় টাস্ক কিল করতে থাকবে। এটি ইনস্টল করার পরে সেটিংসে গিয়ে আপনার চাহিদা মত পরিবর্তন করে নিতে পারবেন।

৪। জুস ডিফেন্ডারঃ আপনার মোবাইলের ব্যাটারীর মেয়াদ বাড়িয়ে দিবে। চার্জ কম যাবে।

চ্যাট

১। chatimityঃ চ্যাট রুমের জন্য, মানে নতুন বন্ধু তৈরির জন্য এটি অসাধারন।

পরে এক সময় আরো অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। এপ্লিকেশনগুলো কষ্ট করে ইংরেজীতে লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আর তা না পারলে গুগলে গিয়ে সার্চ দিলেও পাবেন। অ্যান্ড্রয়েডে কোনো সমস্যা থাকলে প্রশ্ন করে রাখেন। উত্তর দিব।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File