ছড়া " খাব আমি "

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১১ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৪:০৪ রাত

জুস খাব না কোক খাব না

খাবে তুমি কি ?

কমলা লেবু খাব আমি

আছে ভিটামিন সি ।

বোল খাব না শোল খাব না

জাতীয় মাছ তাও ;

কৈ মাছে অনেক স্বাদ

একটু সোনা খাও ।

না , না , না , খাবো না

খাবে তুমি কি ?

মলা ঢেলা কাচকি

আর বাতাসি ।

গাইয়ের দুধ আর ডিমে আছে

অনেক প্রোটিন ,

বলো মা দিবে নাকি ?

আমায় প্রতিদিন ।

বিষয়: সাহিত্য

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File