জ্বলছে আমার দেশ

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৪:১৭ রাত

জ্বলছে আমার দেশ



এ কি দেখি

যে দিকে তাকায়

দেখি কেবল হিংসার তুষানল

জ্বলছে সদা

দেখছে না কেও।

ধ্রুম জলে আঁধার করে

জনগণের ভাগ্য নিয়ে

খেলছে যে তারা( রাজনৈতিক দল)

ক্ষমতার খেল।



তিক্ততায়

আজ ভরে গেছে

সোনার বাংলার ধরণীতল।



নিরব চেয়ে দেখছে সবাই(জনগণ)

আসল নকল সবাই সমান

সবাই যেন একাকার।

এই যে খেলা খেলছে সবাই

যে যেমন পারছে

মারছে বল।



ভুক্ত ভুগি আম জনগণ

জ্বলছে সবাই

কেবল হিংসার তুষানল।

বিষয়: বিবিধ

১৭৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File