জুতার দাম
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৭ জানুয়ারি, ২০১৪, ১০:২৪:১৪ রাত
জুতার বুঝি দাম নাই
মারছে কেন জুতা?
জুতার থেকেও নিচু ওরা
ভাবনা-বিবেক ভোতা
জুতা খেল মখা সেদিন
আঙ্গুল চোষার জম
আজ এমনি খেল শুনি
পড়ল নাকী ধূম?
এমন করে চলতে থাকলে
জুতার যাবে মান
কারো পায়ে পরবেনাতো
হরতালেরী চাঁন
গরিব দুঃখি একশ টাকায়
চটি জুতা কেনেন
ওই একশ হাজার ভালো
হতে সোনার চেন
বিষয়: বিবিধ
১৯৫২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন