<<ঢাকার পথে>>
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৩:৪২ রাত
ঢাকার পথে
-<<>>-
ঢাকার পথে লক্ষ তরুণ
বৃদ্ধ যুবার ঢল
বাঁধার পাহাড় গুড়িয়ে দিয়ে
মুক্তি সেনার দল
ভাবছেনা কেউ জীবন নিয়ে
মুক্তি চাই তাঁদের
রক্ত দিতে প্রস্তুত আছে
সাগর থেকেও ঢের
বীর জনতা সইবেনা আর
ভীন দেশীদের অত্যাচার
হায়েনা লীগের কালো থাবা
বইবেনা আর অশ্রুভার
ছুটেছে তাই কৃষক শ্রমিক
ব্যাবসায়ীরাও বসে নাই
অগ্রভাগে তরুণ ছাত্র
ওলামারাও যাচ্ছে ভাই
পতন করেই ফিরবে ঘরে
দৃঢ় শফৎ তাঁদের
তুমিও চলো ঢাকার পথে
ঘর থেকে হও বের
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন