দলমত নির্বিশেষে সবাইকে।

লিখেছেন লিখেছেন শেখ মিঠুন ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৯:০২:৫৫ রাত



আওয়ামী লীগ, বিএনপি ও জামাত, আমরা যে দলই করি সেই দলের পক্ষেই নিজের ভাইকে শত্র“ মনে করছি। এটা কোন বুদ্ধিজাত সুস্থ বিবেক সম্মত! একটু ভাবুন। নিজের আত্মার মাধ্যমে ভাবুন। নিশ্চয় আপনার আত্মা সাক্ষ্য দেবে এটা হওয়া উচিত নয়। আমাদের উচিত সকল কাজে সকল পরিস্থিতিতে ভালোর পক্ষে থাকা এবং মন্দের বিপক্ষে থাকা। সে যে দলেরই হোক না কেন। আর এই ভালো-মন্দের সুষ্ঠু বিচারের জন্য হুজুগে বিশ্বাস করলে চলবে না, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও মিডিয়াকে ধর্মগ্রন্থের মত বিশ্বাস করলে চলবে না। ভালো-মন্দের সত্যতা যাচাই করুন। সত্যান্বেষী হোন। সত্যকে ধারণ করুন। ভালোরা ঐক্যবদ্ধ হোন, ভালোর পক্ষে সোচ্চার হোন। আশা করা যায় দেশের বুকে আলো ফুটতে খুব বেশি সময় লাগবে না।

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File