¤শুভ্র কবুতর¤

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২১ আগস্ট, ২০১৩, ১০:৫০:৫৪ রাত

¤আকুম বাকুম কবুতর

ডেকে যায় দিন ভর

সন্ধ্যা হলেই চুপ

ভোর নাহতে আবার সে

ঘুম ভেঙে দেয় জটলা তে

প্রিয় আমার খুব¤

¤উড়াই যখন সকাল বেলায়

নয়ন জুড়ায় ডানার খেলায়

ডিকবাজিতে শূণ্যে

সেই সকালে উড়লো যে

দুপুর নাগাদ নামবে সে

দম হারানোর জন্যে¤

¤শুভ্র গিরি কবুতর

হারিয়ে গেল করে পর

কোন অজনার দেশে

কাঁদছিল মন বিরহ ব্যাথায়

আজো দেখি ক্ষত সেথায়

ঘাপটি মেরে আছে¤

¤প্রাণের প্রিয় কবুতর

আয়না ফিরে একটি বার

তোরি আশায় বসে

ওই আকাশে ডানা মেলে

উড়বি আবার ঘূর্ণি খেলে

দেখব আমি হেসে¤

বিষয়: সাহিত্য

৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File