প্রেমের টানে কিশোরের বাড়িতে ৪ সন্তানের জননী
লিখেছেন লিখেছেন হতভাগা ২১ আগস্ট, ২০১৩, ১০:৩৪:১১ রাত
ছেলের বয়সীর সঙ্গে চুটিয়ে প্রেম, এবার সে প্রেমের স্বীকৃতি চান চার সন্তানেরর জননী (৪৮) সফিতন আক্তার।
আর প্রেমের পরিণয় বিয়ের দাবিতে রীতিমত কিশোর সেলিমের বাড়িতে গিয়ে উঠেছেন ওই মহিলা। স্বামী-সন্তান ছেড়ে তিনি কিশোরের বাড়িতে অনশন শুরু করেছেন। এতে বিপাকে পড়েছে ওই প্রেমিক কিশোর ও তার পরিবার।
অসম প্রেমের এই সাড়া ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার মটুকপুর গ্রামে। এ ঘটনা জানাজানি হলে বুধবার সকাল থেকে অনশনরত ওই গৃহবধূকে দেখতে প্রেমিক কিশোকের বাড়িতে হাজারো মানুষ ভীড় করছেন।
প্রেমিক কিশোর মুকুটপুর গ্রামের মামুদের ছেলে সেলিম মিয়া এবং প্রেমিকা- একই গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী চার সন্তানের জননী সফিতন আক্তার (৪৮)।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম বলেন, ‘তিন বছর ধরে কফিল উদ্দিনের বাড়িতে যাতায়াতের সুবাধে সেলিমের সঙ্গে সফিতন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টার দিকে প্রেমিকা সফিতন আক্তার স্বামী-সন্তান ফেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয়।’
তিনি জানান, এখন প্রেমিক সেলিম মিয়ার পিতার বাড়িতে আশ্রয় নিয়ে বিয়ের দাবিতে অনশন করছে ওই প্রেমিকা।
এদিকে, ঘটনার পর প্রেমিক সেলিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর সেলিমের পরিবার পড়েছে বিপাকে
উৎসঃ আরটিএনএন
বিষয়: বিবিধ
১৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন