একজন অপরিচিত সাহসী মানুষের পরিচয়: যিনি সাহসিকতার কারণে বর্তমানে বিশ্বময় পরিচিত|
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৬ আগস্ট, ২০১৩, ০৯:১২:৪৪ রাত
হে_সাহসী!
কে তুমি?
এত সাহস পেলে কোথায়?
জেনে বুঝেও বিপদ ডেকে আনলে কেন?
কেন মৃত্যুকে নিজ থেকে ডেকে আনছো?
কেন তুমি জেল খাটতে গেলে?
ভরি ভরি সুযোগ সুভিধাকে কেন তুচ্ছ করতে গেলে?
...
আচ্ছা,তোমাকে ওরা কত টাকা দিয়েছে,যার বিনিময়ে তুমি এত সাহস দেখাতে গেল?
নাকি মিথ্যার প্রতি ঘৃণা আর সত্যের প্রতি ভালোবাসা থেকে তোমার এই সাহসিকতার বহিঃপ্রকাশ?
তুমিতো জামায়াত শিবিরের কেউ নও,যারা তাদের নেতাদের জন্য জীবন দিতে প্রস্তুত!
তুমিতো সাঈদীর পরিবারের কেউ নও,যে তোমাকে খেতে পরতে দিয়েছে!
তুমিতো তাদের ধর্মের ও কেউ নও যে আদর্শের জন্য এমনটা করবে!
.
আসলে তুমি কে?
কী তোমার পরিচয়??
.
তুমি একটি ইতিহাস প্রেরণার!
তুমি একটি সাহসের অগ্নিঝড়!
তুমি তাদের দলে যারা মিথ্যাকে ভয় নাকরে জীবনের সব সুখকে বিসর্জন দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে!
তোমাকে সত্য পথের পথিকরা স্মরণ করে যাবে ততোদিন যতদিন সাঈদী নামটা তাদের মুখে মুখে উচ্চারিত হবে!
আল কোরানের ওই বুলবুলের স্থান মানুষের হৃদয়ে যে স্থানটিতে অবস্থান করবে ঠিক তার পাসেই তোমাকে ও স্থান দেবে|
.
তুমি এখন খেটে খাওয়া সামান্য একজন সুখরঞ্জণ নও!
তুমি বাতিলের চোয়ালে হকের চরম চপেটাঘাৎ|
বিষয়: রাজনীতি
৮৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন