বিডিটুডে'র সকল সম্মানিত ব্লগারদের নিয়ে অন্যরকম এক ঈদ পূণর্মিলনী আয়োজন । (নতুন একটি আইডিয়া)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৬ আগস্ট, ২০১৩, ০৮:৫১:০২ রাত
বিডিটুডে'র সকল সম্মানিত ব্লগারদের কে ঈদের আগাম শুভেচ্ছা। রাহমাত মাগফিরাত আর নাযাতের মাস পেরিয়ে আর মাত্র ক'টা দিন পরই পবিত্র ঈদুল ফিতর।পৃথিবীর সকল মুসলমানের আনন্দের দিন। এই খুশির দিনে টুডে ব্লগের সকল সম্মানিত ব্লগারদের নিয়ে একটা ঈদ পূণর্মিলনী হলে কেমন হয়?
আয়োজনটা হবে যেভাবে
আজ ঈদ আনন্দ, ঈদ আনন্দ প্রতি প্রানে প্রানেএই শ্লোগানে প্যারিস থেকে আমি'র ব্লগে অন্যরকম এক ঈদ পূনর্মিলনী আয়োজন শিরোনামে একটা পোষ্ট দেয়া হবে।
ছড়িয়ে দেব সবার মাঝে আমাদের এই আয়োজনে
যেহেতু ব্লগটি বাংলা ভাষাভাষিদের, সেহেতু বাংলাদেশের ঈদের দিনে রাত ঠিক ০০'০১ মিনিটে পোষ্ট দেয়া হবে।(মনে রাখবেন রাত দিয়ে দিনের শুরু)
আমরা যেভাবে অংশ গ্রহন করতে পারি
আমরা সকলেই এই পোষ্টে ঢুকে একে অপরকে শুভেচ্ছা জানাবো, ঈদ কেমন কাটলো তা শেয়ার করবো, অপরের শুভেচ্ছার জবাব দেব। এতে করে আমরা সকলেই এক মোহনায় মিলিত হতে পারি।ঈদের দিনের যেকোনো সময় আমরা এখানে আসতে পারি। একান্ত কোনো কারনে যদি কেও না আসতে পারি তাহলে ঈদের পরদিনও এই আয়োজনে শরিক হতে পারি।
অনুরোধ
আমাদের এই অন্য রকম ঈদ পূনর্মিলনী আয়োজনকে সফল করে তোলার লক্ষে আমি ব্লগ কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আপনারা যদি ঈদের দিনের ঐ পোষ্টটা ঈদের দিন ও তার পরদিন নির্বাচিত পোষ্টে রাখেন তাহলেই এই আয়োজন সফল।
তবে সম্মানিত ব্লগারদের অংশগ্রহনই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলবে।আশা করি সকলে সহযোগিতা করবেন এই প্রত্যাশা মনে রাখতে পারি।
এই আয়োজনে আপনাদের পরামর্শ বা নতুন কোনো আইডিয়া থাকলে শেয়ার করুন।
বিষয়: বিবিধ
১৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন