এদের দেখার কেউ নেই!!!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৬ জুন, ২০১৩, ১১:৪৮:০৩ রাত

সুন্দরবনে জলদস্যুদের

দাপটে জেলে বাওয়াল এবং উপকূলীয়

মানুষের জীবন অতিষ্ঠ|||

আঃগফ্ফার তার সঙ্গিদের

নিয়ে নদিতে মাছ ধরতে যায়|

পরিবারের ছোট ছোট

বাচ্চাগুলো অপেক্ষায় থাকে আব্বু মাছ

ধরে এনে সেই মাছ বিক্রি করে আম

কাঁঠাল কিনে আনবে|কথা ছিল দু-

একদিন পরেই ফিরে আসবে|এক দুই

তিন এভাবেই দিন

যেতে থাকে...ফেরেনা আর বাড়িতে|

একদিন খবর

আসে জলদস্যুরা তাকে সহ তার

সাথিদের কাছে মোটা অঙ্কের

টাকা দাবি করলে তারা নির্ধারিত

পরিমাণ টাকা দিতে নাপারায়

তাদেরকে নৌকা থেকে উঠিয়ে নিয়েগ

এমনি ঘটনা সুন্দরবন অঞ্চলের

নিত্যনৈমেত্যিক ঘটনা হলেও

কিছুদিন যাবৎ তার পরিমাণ এত

পরিমাণ

বৃদ্ধি পেয়েছে যে জেলে বাওয়ালরা ন

পাচ্ছে|শুনলে অবাক হবেন,এসব

জলদস্যুর দল স্ব স্ব দলের

নামে জেলেদের জন্য কার্ড সিস্টেম

করেছে|একটা নির্ধারিত সময়ের

জন্য নির্ধারিত পরিমাণ

টাকা দিয়ে এই কার্ড নিতে হয়|

এবং ওই নির্ধারিত সময়ে ওই

জেলেটির নিকট থেকে আর

টাকা নেয়া হয়না|এমনি নিয়ম চালু

করেছিল দস্যুদলগুলো|কিন্তু

বর্তমানে তারা এই নিয়ম

ভেঙ্গে ব্যাপকভাবে টাকা দাবি করায়

জেলে বাওয়ালরা এখন সর্বশান্ত

হতে চলেছে|এখন

দস্যুদলগুলো উপকূলীয় অঞ্চলের

বাড়ি বাড়ি হানা দিয়ে ছোট

বাচ্চাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে|

বিনিময়ে চাওয়া হচ্চে মোটা অঙ্কের

টাকা|

প্রশাসন থেকে কোন ব্যাবস্থ নেয়া হচ্ছনা|জেলেদের ওভিযোগ দস্যুরা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেই তাদের সম্রাজ্য চালিয়ে যাচ্ছে|শহরাঞ্চালে এদের শক্ত নেটওয়ার্ক রয়েছে|যার মূলে রয়েছে সরকার দলীয় লোকজন|

এই খেটে খাওয়া মানুষগুলোর আকুতি...দস্যুদের অত্যাচার থেকে মুক্তি চাই|||

বিষয়: বিবিধ

৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File