খামচে ধরা অনুভূতিঃ পর্ব-১
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৬ জুন, ২০১৩, ১১:৩০:০২ রাত
[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/zaberbinzakir/1371397740.jp কুয়াকাটা, এক হৃদয় কাড়া সমুদ্র সৈকত । কর্ম জীবনের এক গুয়েমির জং বা মনের অস্বস্তির কাদা ধুয়ে ফেলার জন্য অসংখ্য মানব-মানবী ছুটে আসেন এই কুয়াকাটাতে । আবার কেউ বা আসেন জগতস্রষ্টার কুদরতে ভরা সৃষ্টি দেখে আপন অন্তরে সুখের দোলা দিতে । কখনো বা আসেন নব দম্পতিরা তাদের ইহকালীন সংসার জীবনের সূচনা পর্বকে সুখময় ও স্নৃতিময় করতে । আর আমাদের সমাজের মানুষ নামের পশুরাও ( চোর,গুন্ডা,সন্ত্রাসী ) যে দু- চারজন আসেনা তা নয় । নাইম । এক সুদর্শন যুবক। পাহাড়সম সম্পদের অধিকারী এক ক্ষমতাবান ব্যক্তির সন্তান । তিন ভাই ও দুই বোন । ভাই বোনদের মাঝে সে চার নাম্বার । এক ভাই ও এক বোন বড় ।আর দুজন তার ছোট । ধানমন্ডির আভিজাত্যপূর্ন এলাকায় বাস । আধুনিক ডিজাইনের নিজেদের বিশাল বাড়ী । ইংলিশে অনার্স করছে ।পড়াশুনায়ও ভাল । বেশ কিছুদিন যাবত কেমন যেন অনুভব করছে । কোন কিছুই তার ভাল লাগছেনা । বন্ধু-বান্ধবীদের সাথে আড্ডা দেয় কিন্তু মনের মাঝে কেমন যেন একটা খচ খচ ভাব থেকেই যায় । ধর্ম-কর্মের মোটেই ধার ধারেনা । এ ক্ষেত্রে পুরো দোষ তাকে দেয়া যায়না । জ্ঞান হওয়ার পর থেকে এ যাবত কাল ধর্মের কাজ বলতে যা বুঝতে পেরেছে তা হল ; বৎসরে দুই ঈদের নামাজে যাওয়া আর পারলে কোন কোন সময় জুমার নামাজেও জাওয়া, হুজুরদেরকে ডেকে এক খতম কুরান শরীফ পড়ানো আর একবার মিলাদ পড়ানো । ব্যাস, এটুকু করলেই এক বছরের ধর্মের কাজের বোঝা শেষ হল। চিন্তা করলো কোথাও ঘুরে আসা যাক- হয় তো মনটা ফ্রেশ হবে । এই ভাবনা থেকেই আসল কুয়াকাটার সমুদ্র পাড়ে। আজ কুয়াকাটায় নাইমের তৃতীয় দিন। আজকের পরে আর থাকার ইচ্ছা নাই ।তাই একটু আগেই বের হয়েছে যাতে বিকেলটা একটু লম্বা করে ভোগ করা যায় ।হাঁটুর নিচের অংশ ভিজিয়ে ভিজিয়ে হাঁটছে । হঠাৎ নজরে পড়লো দূরে বোরখা পরা দুজন মহিলা । মাদুর বিছিয়ে তার উপর বসে সমুদ্রের একের পর এক আছড়ে পড়া ঢেউয়ের তাণ্ডবখেলা দেখছেন । একটু কাছে গিয়ে দেখলেন একজনের হাতে একটা বইও আছে ।তিনি একটু বই পড়ছেন আবার সমুদ্রের দিকেও তাকাচ্ছেন; আবার পাশের জনের সাথে একটু একটু গল্প ও হাসাহাসিও করছেন ।নাইমের কাছে বিষয়টি কেমন যেন তাজ্জব লাগল ।সমুদ্র সৈকতে আসে মানুষ মজা করে গোছল করবে- হৈ হুল্লোড় করবে । আর এরা কিনা বোরখা পরে বসে বসে বই পড়ছে ! সেকেলে কোথাকার ! একবিংশ শতাব্দীতে এসেও জগতের কিছুই জানলনা ! ধ্যাত !
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন