শান্তির মা

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৩ জুন, ২০১৩, ১০:১২:৩৯ রাত

গেলি কোথায় শান্তির আব্বা

আমায় একা ফেলি

তোর বিহনে দেশটা জ্বলে

এসে দেখিস মলি

দেশের এহন খারাব দশা

বাইধছে লাড়ালাড়ি

"ক্ষমতা মোর দেবনা তোর"

লইয়া হেড়াহেড়ি

বড় পোলায় কদিন আগে

হাটতাছিল রাস্তায়

পুলিশ আইয়া শিবির কইয়া

নিয়া গেল থানায়

সেই থাইকা মহা জ্বালায়

ছোড গুলান লইয়া

কনে যাইবে কনে খাইবে

দেবে কে মোর কইয়া

আল্লায় আছেন কইয়া দিতে

কান্দি তারি কাছে

মোগোর মত অভাগারা

তারই দয়ায় আছে

হাছিনা তুই ভাল থাহিস

দুঃহে মোগোর ফেলি

গরে গরে চাকরি দিবি

লাশ তথায় দেলি!!!

বিষয়: রাজনীতি

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File