একটি সত্যি প্রেমের ঘটনা ...
লিখেছেন লিখেছেন নিরব কষ্ট ০৩ জুন, ২০১৩, ১০:১১:২৭ রাত
অনেক কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করল," কি করছো"??
মেয়েটা বললো ,"দেখছি ....!"
ছেলে - "কি দেখছো, শুনি"?
মেয়ে - "তোমাকে..." .
ছেলে - "কিভাবে ??বলো?"
মেয়েটা তখন উত্তর দিলো যে ,, " আমি তোমাকে সব সময়ই দেখি . . . .
চোখ বন্ধ করলেও তোমাকে দেখি
যখন আকাশের দিকে তাকাই,, কেন জানি বারবার তোমাকেই দেখতে পাই ।
আমি নিজের চেহারা ভুলে যেতে পারি,,
কিন্তু তোমার চেহারা কথনো ভুলবো না.........." ।
ছেলেটা কিছুটা নিঃস্তব্দ হয়ে গেল . ..মনে মনে বললো ,,
"সত্যি এত ভালোবাসো আমায়"??
হয়তো নিশ্বাস এর সাখে ভেসে যাওয়া কথা গুলো মেয়েটা শুনেছিল ......
দুষ্টু হাসি দিয়ে মেয়েটা বললো ,,"কি হলো? মুড়ি খাচ্ছো নাকি!!?
তখন ছেলেটা বললো , "হু, আর তুমি কলা খাও!"
তখন আবার শুরু হলো ভালবাসার মিষ্টি ঝগড়া
► ভালো লাগলে লাইক ও শেয়ার করে পেইজে এক্টিভ থাকুন ◄
বিষয়: বিবিধ
২৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন