হে মেহেরবান!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ নভেম্বর, ২০১৭, ০২:১৮:৩৯ দুপুর
সুন্দরতম তুমি প্রিয়তম তুমি
হে মোদের মহীয়ান,
সৌন্দর্যে ভরা সৃষ্টির সেরা
তোমার মানব সৃজন।
অপার ভালোবেসে সুরের সপ্তাকাশে
সৃষ্ট পবিত্র আল কোরআন,
অজ্ঞ জাতীকে দিলে অবারিত হিকমত
কলমের অশেষ অবদান।
কি অপূর্ব! মিলনের দিবস রজনীর
মধুর ক্ষণগুলো মিশে,
অপরূপ দীপ্তি ঢেউ খেলে সেথা
ভোরের মুক্তামাখানো শীষে।
পুস্পাবেশে কৃষ্ণ আঁধারি শেষে
দেখালে সঠিক পথ,
সত্য সুন্দর দ্যুতিতে ঘিরে
তোমার করুণার রথ।
জ্ঞানে বিজ্ঞানে ভরপুর গ্রন্থ
পুণ্যে পুস্পে সমুজ্জ্বল,
কিতাবখানি শুধু ধর্ম নহে
মর্মে অমূল্য সোরাহী জল।
অধিক পাঠে অনিঃশেষ তুষ্টি মিলে
কি যে এক পরম শান্তির ধন,
মহা শঙ্কিত ব্জ্র নিনাদে
জুড়ায় তখন হৃদয় মন।
ঐশ্বরী প্রণয়ে বিষাদিত মনে
বহে দিলে আনন্দ হিল্লোল,
সপ্তাকাশ ভেদ করে নেমে আসে
সুশীতল কিরণের নব কল্লোল।
মহাঘোর বিপদে প্রাণ ফেটে যায়
প্রিয়প্রাণ ঘুমন্ত সমাধি তলে,
বিরহের ঘোরে শোকাতুর মনে
প্রশান্তি মিলে প্রভুর প্রণয় কূলে।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন