হে মেহেরবান!

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ নভেম্বর, ২০১৭, ০২:১৮:৩৯ দুপুর



সুন্দরতম তুমি প্রিয়তম তুমি

হে মোদের মহীয়ান,

সৌন্দর্যে ভরা সৃষ্টির সেরা

তোমার মানব সৃজন।

অপার ভালোবেসে সুরের সপ্তাকাশে

সৃষ্ট পবিত্র আল কোরআন,

অজ্ঞ জাতীকে দিলে অবারিত হিকমত

কলমের অশেষ অবদান।

কি অপূর্ব! মিলনের দিবস রজনীর

মধুর ক্ষণগুলো মিশে,

অপরূপ দীপ্তি ঢেউ খেলে সেথা

ভোরের মুক্তামাখানো শীষে।

পুস্পাবেশে কৃষ্ণ আঁধারি শেষে

দেখালে সঠিক পথ,

সত্য সুন্দর দ্যুতিতে ঘিরে

তোমার করুণার রথ।

জ্ঞানে বিজ্ঞানে ভরপুর গ্রন্থ

পুণ্যে পুস্পে সমুজ্জ্বল,

কিতাবখানি শুধু ধর্ম নহে

মর্মে অমূল্য সোরাহী জল।

অধিক পাঠে অনিঃশেষ তুষ্টি মিলে

কি যে এক পরম শান্তির ধন,

মহা শঙ্কিত ব্জ্র নিনাদে

জুড়ায় তখন হৃদয় মন।

ঐশ্বরী প্রণয়ে বিষাদিত মনে

বহে দিলে আনন্দ হিল্লোল,

সপ্তাকাশ ভেদ করে নেমে আসে

সুশীতল কিরণের নব কল্লোল।

মহাঘোর বিপদে প্রাণ ফেটে যায়

প্রিয়প্রাণ ঘুমন্ত সমাধি তলে,

বিরহের ঘোরে শোকাতুর মনে

প্রশান্তি মিলে প্রভুর প্রণয় কূলে।

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384476
২৩ নভেম্বর ২০১৭ রাত ১২:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এখন কবিতাটা পড়ে ভাল লাগছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপি।
২৫ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:৪৪
317143
সন্ধাতারা লিখেছেন : I am very glad that you have understood my poem for first time.
২৬ নভেম্বর ২০১৭ সকাল ০৬:১৯
317148
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কবিতা বোঝার জন্য ধীরস্হিরতা জরুরী আর আমার মাঝে সেটারই সবচেয়ে বেশি অভাব। আর এই কবিতাটাও বেশ সহজবোধ্য বাক্যে লেখা।
০৯ জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:২৮
317273
সন্ধাতারা লিখেছেন : জেনে অনেক খুশী হলাম আপুম্নি। সম্ভব হলে ফেবু তে যোগাযোগ করিও।
০২ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ১২:৩৭
317321
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : করেছি তুমি Accept করোনি মনে হয়। ফুলের নামে নাম একটা মেসেজ ও দিয়ে রেখেছি
384478
২৩ নভেম্বর ২০১৭ রাত ০১:০৩
কুয়েত থেকে লিখেছেন : মাশা আললাহ খুবই ভালো লেগেছে আপনার কবিতা জ্ঞানে বিজ্ঞানে ভরপুর গ্রন্থ পুণ্যে পুস্পে সমুজ্জ্বল অনেক ধন্যবাদ আপনাকে
২৫ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:৪৫
317144
সন্ধাতারা লিখেছেন : Salam. Feeling good getting your comment. Jajakallah
384623
০১ জানুয়ারি ২০১৮ রাত ০৮:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ অসাধারন!
০৯ জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:২৫
317272
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু স্নেহাশীলা ছোট বোন। অনেক আনন্দ হচ্ছে তোমাকে পেয়ে। কেমন আছো সবাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File