ভালোবাসার বুকে রক্তাক্ত জখম

লিখেছেন লিখেছেন ফেরদৌস রায়হান ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৫৯:৫৩ রাত

ভালোবাসার বুকে

রক্তাক্ত জখম

ফেরদৌস রায়হান

প্রকৃতি,মন আর পৃথীবি কে ভালোবাসে

যে মুহুর্তে বিন্দুর প্রেমেছিলাম

সেই ক্ষনিক রঙ্গধনুর রঙ্গিলা খেলায়

রুক্ষ প্রান্তরে, আলোর প্রদীপ জ্বলত

তুমার রূপের প্লাবিত ঐশ্বর্য্যে

মোহনী অস্পরা ভূষন ঝলমলে প্রাচুর্যের তনু

মুখোশের তলে ঘুমিয়ে থাকা জল্লাদ

তুমার এলোকেশে

বিদিশার দিশা খোঁজে

তুমারই লুকানো নিঃশ্বাসে

বিক্ষত ধূতরা বিষ

মৃত্তিকার অপরিবর্তনীয় বিধান

সমুদ্রের ঢেউয়ে চির শূন্য

ক্ষনিক সুরের মূর্ছনা

অঞ্জলি লও মোর সংগীতে

নামক কোন বিশ্বায়কর প্রকাশ

আর সৃষ্টি হবেনা,কবির কল্পনায়

সাহসের স্বারকে,প্রানের বুকে

কে ছোঁ মারে

ছোবল হানে,রক্তাক্ত জখমে

বিষয়: বিবিধ

৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File