চাঁদ সোনামণিদের মক্তবে ...
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ আগস্ট, ২০১৬, ১১:২২:৫৫ রাত
সোবহানাল্লাহ!একি অচিন্ত্য চন্দ্র কিরণ
সোনামণিরা ছুটছে ধেয়ে প্রভূ মেহেরবান।
নক্ষত্রের আলো মক্তব জুড়ে
সুরের মূর্ছনা কচিদের ভীড়ে।
জোসনায় স্নাত গোটা ধরণী
মিষ্টি আলোয় ভেসে যায় তোরণী।
চাঁদ সেতারা হয়েছে বিভোর
উন্মুক্ত সৌন্দর্যের বাতায়ন, ডোর।
অদম্য স্পৃহা জয়ের,পাহাড় কানন গিরি
মৃত্তিকা উদ্বেলিত আনন্দ বক্ষ ঘিরি।
হে মুনিব! জানিনা করতে তোমা গুণগান!
দগ্ধ মনে যত ভাবি হই পেরেশান।
প্রতিটি বালুকণায় তোমার আকর্ষণ।
হৃদয়ে জাগে হিল্লোল, স্নিগ্ধ শিহরণ।
শীতল চক্ষুদ্বয় কোথা নাহি ফিরে
রহমত বহমান জান্নাতি স্রোত ধারে।
চারিদিক শোভিত গাছের ছায়ায়
উড়ন্ত পাখীদের বিমুগ্ধ কায়ায়।
বর্ণীল মেঘেরা যায় ভেসে ভেসে
প্রাণ শীতল হলো স্নিগ্ধ বাতাসে।
মায়ার বাঁধন ডোরে বিস্তৃত চরাচর
কুটিরে রোশনাই আলো প্রভাকর।
জননীর আঁখি ভারে নামে আষাঢ়
সুরেলা কণ্ঠে বাজে খুশীর সেতার।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার প্রথম উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
কোন শব্দগুলোর কথা বলেছো? আমি কি সেগুলো ব্যবহার করেছি?
আর ছবি সেতো গুগল মামার অবদান।
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ফুলেল অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন