দিনবদল

লিখেছেন লিখেছেন ইয়াহ্ইয়া রেজয়ান ০১ আগস্ট, ২০১৬, ১০:৩২:০৭ রাত

রাত বিরেতে কষ্ট করে

ভীষণ গোপন স্মৃতি পড়ে ,

পিছন দেখা , অলস ক্ষণে

অবাক হয়ে খুঁজে ফেরা

অনেক আগের সেই আমাকে।



পানির মতো জঠিল জীবন

নদীর মতো বয়ে চলে।


বদলে গেছি এই আমি যে ,

তুমি ও নেই আগের মতো।

শুধু সঙ্গীবিহীন স্বপ্ন গুলো

সময় ভুলে , অবাক হয়ে

চৌরাস্তায় দাঁড়িয়ে আছে।


তোমার আমার এই পৃথিবী

পুরোপুরি বদলে গেছে।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378665
১৩ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সবকিছুই বদলে যায় আমি কত বদলে গেছি ভাবলেই অবাক লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File