অপেক্ষা ---------------------------------

লিখেছেন লিখেছেন ইয়াহ্ইয়া রেজয়ান ২৭ জানুয়ারি, ২০১৯, ০৯:০৩:৫৬ সকাল

অপেক্ষার প্রহর কাটেনা তাই

তোমাকে বলি , একটু থামো

বৃষ্টি পড়ুক ভীষণ ধারায় ,

চলো না ভিজি ইচ্ছে মতন...

,,

,,

হাসছো কেন ? সময় নেই?

কি আর হবে এমন ?

ক্লান্ত বেলা আরেকটু না হয়

বৃদ্ধ হবে , জলের ধারায়।

,,

,,

চলোনা যাই খেয়া ঘাটে ,

ঘাটের পাশে বটের মূলে ,

বটের শিকড় মাটির কাছে

শীর্ণ হয়ে গল্প বলে।

চলো বসি সেইখানে

তুমি আমি আনমনে।

,,

,,

এই বৃষ্টির সাথে বটের গল্প

বিশ্বাস করো দারুন লাগবে।

তোমার আমার নতুন গল্প

সেইখানেতে শুরু হবে।

বিষয়: বিবিধ

৫২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File