স্বপ্ন পতন

লিখেছেন লিখেছেন ইয়াহ্ইয়া রেজয়ান ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৩০:০৭ রাত

চাইনা আমি এমন জীবন

চাইনা তোমার রঙ্গীন ভূবন ,

রামধনুর ওই বিশাল বুকে ,

নিযুত সুখে একে বেকে,

শেষ সময়ে নদীর স্রোতে

স্বপ্ন ভাঙ্গার হাজার শোকে

স্বপ্ন হরন তীব্র ক্ষরণ।

এমন জীবন চাইনা আমি ,

চাইনা আমি স্বপ্ন পতন।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File