@@ শিক্ষা নয়ত শুধু বইয়ের পাতায়, হতে পারে তা কারও কাজে ও কথায়৷@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:১৬:৪৮ সকাল

বি ডি’র ফুল বাগানে ঘোরা ঘুরি করা ভাই ও বোনেরা, শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়া ও স্নেহাষ্পদেরা,

আল্লাহ তায়ালা এ বিশ্ব প্রকৃতিতে যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের প্রয়োজনে৷ এ বিশ্বে যা কিছু সৃষ্টি তাতে রয়েছে মানুষের শিক্ষার উপকরণ৷ হয়ত এ জন্যই কবি বলেছেন, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র৷’

ইউ টিউবে ঘোরাঘুরি করছি, দেখলাম বিরাট এক হলে স্টেজে, যেখানে নেই কোন চেয়ার টেবিল৷ না কোন ফুলের টব৷ অসংখ দর্শক-স্রোতা আর এক যুবক হাঁটাহাঁটি করে কথা বলে যাচ্ছে৷ সেখানে না আছে কোন ধর্মের কথা, না কোন সিনেমা থিয়েটার বা গান বাজনার কথা৷ না ম্যাজিক না সার্কাস৷ কিন্তু গ্যালারীতে ঘনঘন করতালির শব্দ উঠছে৷ আমিও মন্ত্রমুগ্ধের মত দাঁড়িয়েই রয়ে গেলাম, কেননা মনে হল সেখানে আমার কথাও উঠে আসছে৷ কথাগুলি ছিল সরল হিন্দীতে৷ আমাদের উর্দুতে এ্যালার্জী থাকলেও তার সহোদর হিন্দীতে আছে আমাদের আসক্তি৷ আশাকরি আপনারাও বুঝবেন, অনেকের ভালও লাগতেও পারে৷ সূত্র দেবার নিয়ম কায়দা আমার জানা নাই, তবুও দেবার চেষ্টা করব৷ যদি তাতে কাজ না হয় তার জন্য ঠিকানা দিলাম; আশা করি সার্চ দিলে পাবেন৷ last life changing seminar by Sandeep maheswari, ধন্যবাদ৷

https://www.youtube.com/watch?v=eDiA1p5DlLg

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359786
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৫
298244
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
359791
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৬
কাহাফ লিখেছেন : আসসালাম........মুহতারাম!
আপনার দেয়া লিংকে ঢুকে দেখলাম,পুরোটা শুনা দেখা হয়নি। ডাউনলোড করে রাখলাম!
ধন্যবাদ অজস্র!!
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
298264
শেখের পোলা লিখেছেন : অনেক লম্বা বটে৷ একটা হাদীশের শিক্ষার প্রমান অবশ্যই পাবেন, তাহল- "ঐ ব্যক্তিই প্রকৃত সুখী যে তার বর্তমান অবস্থায় সুখী৷"আরও আছে প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপর৷ তকদীরে বিশ্বাসের সাথে নিজের প্রচেষ্টার কথা৷ প্রয়োজনাতিরিক্ত সম্পদ অভাবীদের মাঝে দান করার শিক্ষা,যা ইসলামের কথা৷ সময় করে দেখবেন, ভাল লাগবে৷ ধন্যবাদ৷
359821
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৬
কুয়েত থেকে লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ লেখাটি ভালো লাগলো আল্লাহ পাক এ বিশ্ব প্রকৃতিতে যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন এ বিশ্বের মধ্য যা কিছু রয়েছে তা মানুষেরই শিক্ষার উপকরণ৷
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
298265
শেখের পোলা লিখেছেন : সময় পেলে ভিডিও টি দেখবেন৷ এটা ট্রেনিংএর কাজ করবে৷ ধন্যবাদ৷
359836
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪৭
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ চাচাজান ।
১৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:১৩
298300
শেখের পোলা লিখেছেন : সময় পেলে ভিডিওটা দেখো৷ অনেক কিছু শেখার আছে৷ শুভেচ্ছা নিও৷
359874
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেখেছি
ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
298314
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
359981
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৫
সন্ধাতারা লিখেছেন : Chalam. Nice intiative mashallah.
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৫১
298368
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File