লাল পাতায় নীল রং
লিখেছেন লিখেছেন ইয়াহ্ইয়া রেজয়ান ০৪ নভেম্বর, ২০১৩, ০৭:৩৬:৫২ সন্ধ্যা
ফুলটা ছিলো সাদা,ধবধবে সাদা
তাই সবাই আর ওর পাতার দিকে তাকায়নি,
ফুলের সৌরভ নিয়ে মেতে উঠায় কেও আর
অবাক হয়নি ,অবাক হয়নি তার লাল পাতা দেখে
সবাই ছিলো উৎসবে , ফুলের আমেজে !
শুধু ফুলটাই জানতো তার গোপন ব্যাথা ,
বেড়ে উঠার কষ্ট আর না পাওয়ার বেদনা ,
মৌমাছিদের আনাগোনা , যাদের সাথে শুধু
মিষ্টি রসের সম্পর্ক।
আরো জানতো সে ঝরে যাবে কোন এক ঝড়ে
অথবা সময় শেষে।
তারপরও সে আড়াল করে তার পাতাগুলোকে
যেখানে নীল রংএ লেখা ইতিহাস,
যা কেও খেয়ালও করেনি ,
হয়তোবা কেও ভাবেওনি , কেন?
লাল পাতায় নীল রং!!
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন