সূরা আল মাউন ..... কাব্যানুবাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ জুলাই, ২০১৬, ০৫:০৪:৫৮ সকাল
শুরু করি কর্ম মহান আল্লাহ্র নামে,
দয়ার সাগর যিনি কৃপা বরিষণে।
আপনি কি দেখেছেন তাকে
যে দ্বীনকে অস্বীকার করে?
সে তো সে-ই যে
ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়ে।
আর সে উদ্বুদ্ধ করে না
মিসকীনদের খাদ্য দানে,
কাজেই দুর্ভোগ সে সকল
সালাত আদায়কারীগণে।
যারা নিজেদের সালাত থেকে
থাকে উদাসীন,
যারা ধর্মকর্মের বেলায়
শুধু করে প্রদর্শন।
এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে
দিতে বারণ করে,
রয়েছে দুঃসংবাদ
শুধুই তাদের তরে।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মূল্যবান প্রথম উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনাকেও ধন্যবাদ ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন