একই জাতের প্রানী, চিন্তা-পরিকল্পনায় এ কেমন ডাবল স্টান্ডার্ড ?
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২১ জুলাই, ২০১৬, ০৩:৪১:৩৬ রাত
১৫ জুলাই ২০১৬ l এক সাগর টেনসনে হাবুডুবু খাচ্ছি l খুজছি একটা আসমানী খড় l অথবা এক টুকরো অলৌকিক কুটো l সেটা জাপটে ধরে কুলে উঠার মরণপণ চেষ্টা l সে নিয়তে এক পূকুর যন্ত্রনা নিয়ে ছুটা ছুটি করছি, আল-জাজিরা, সিএনএন, বিবিসির লাইভ পর্দায় | রাত ২ টা l অথৈসাগর মাঝে, দিকভ্রান্ত নাবীকের একবিন্দু আলোক রশ্মী দেখার মত, তুরষ্কের আকাশে তখন একটা নিভু নিভুকর আশার প্রদীপ প্রত্যক্ষ করছি মাত্র l
-
ঊদ্ভুত: পরিস্থিতির কিছুটা ইতিবাচক উন্নতির আভাস l দেহ-মনে একটা শিতল পরশ ছুয়ে গেলো l দিনের কর্মক্লান্তিতে, অসীম চিন্তাচ্ছন্ন চক্ষুদ্বয় বন্ধ হয়ে এলো l তাই বিছানায় গাএলিয়ে কতক্ষন এপাশ ওপাশ l কিন্তু, ঘুম কোনো ভাবে স্থায়ী হচ্ছে না l মুহুর্তেই চমকে চমকে উঠি l চোখ বুলায় অনলাইন আপডেটে l আবার কিছু একটা গড়মড় বেধে গেলো নাতো ? এভাবে বন্ধচোখে- ঘুমের জায়গা, নতুন এক চিন্তা এসে দখল করে নিল l ভাবছি তো.. ভাবছিই l কিন্ত কি ভাবছি ? সেটায় যেনো ভেবে পাচ্ছি না l অনেকটা সে জাতের ভাবনার ভীড়ে, হটাৎ কি মনে করে- বিশ্বকে দুটি ব্লকে ভাগ করলাম l
-
১l মুসলীম অধ্যুষিত দেশ সমুহ l ( Muslims countries)
২l ইহুদি, খৃষ্টান, হিন্দু, বোদ্ধ ও সমগ্র মুশরিকীন অধ্যুষিত দেশ সমুহ ( Non Muslims countries) l
-
তারপর মনের এনালগ সার্চইঞ্জিন দিয়ে জরিপ চালিয়ে দেখলাম l উভয় ব্লকের দেশে দেশে পাওয়া গেলো ভীন্নভীন্ন নামে, একই জাতের আজব কিছু প্রাণীর সন্ধান l যাদের নাম গুলোও বেশ চমকপ্রদ l উদাহারণত: নাম গুলো যেমন- নাস্তিক, বামপন্থী, রামপন্থী, সেক্যুলার, সমাজতন্ত্রী, পুজিবাদী, নরবাদী, নারীবাদী, মুক্তমনা, বিজ্ঞানমনা, প্রকৃতিবাদী, মানবতাবাদী, পুটুকামী, উভকামী, বুদ্ধিপ্রতিবন্ধিজীবি, পরজীবি, হলুদ মিডিয়াজীবি, উচ্ছিষ্টভোগী, মাথা বিক্রীত সেবাদাস প্রভৃতি l তাদের আবাসস্থল, দেশ, মহাদেশ ভিন্ন হলেও, উপরোক্ত শ্রেনী বা নামভুক্ত মানবাকৃতির প্রাণীকুলের চিন্তা, কর্ম ও পরিকল্পনা এক ও অভিন্ন l যগতের সকল অপকর্ম, অন্যায়, যুলুম আর ফাসাদ সৃস্টির মুল কারিগর এরা l
-
কিন্ত আশ্চার্য্য জনক ব্যাপার হলো, যেখানে "দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ " জড়িত l সে জাইগায় তাদের কর্মে বৈপরিত্য ! দারুনভাবে আমাকে কৌতূহলি করে তুললো l "মুসলীমস কান্ট্রিজ" আর " নন মুসলীমস কান্ট্রিজ" এর সে প্রাণী গুলোর অন্য সব অপকর্ম অভিন্ন হলেও এ স্বার্থসংশ্লিষ্ট জাইগাটিতে কেনো এ বৈপরিত্য ? সেটি কোটি মিলিয়ন ডলারের প্রশ্ন হয়েই রইলো l
-
আমি ভারত থেকে চিন, জাপান, কোরিয়া হয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত হন্য হয়ে খুজলাম l পৃথিবীর অমুসলিম দেশে দেশে উপরোক্ত প্রানী গুলো গিজ গিজ করছে ঠিকি, কিন্ত একজন নাস্তিক কিংবা সমকামী পেলাম না, যে তার দেশ, সমাজ, জাতী, ধর্ম বিরুধী বিশ্বাসঘাতকতা মূলক ষড়যন্ত্রে লিপ্ত l একজন হিন্দু, বোদ্ধ, খৃস্টান, ইহুদি কিংবা মুশরিক পেলাম না l যারা ইউরোপ আমেরিকা বা ভারতে বসে মুসলিম কোনো রাস্ট্রের টাকায় মাথা বিক্রি করে নিজ দেশ, জাতীয় স্বার্থের বিরুদ্ধে মুসলীমদের পক্ষে কাজ করছে l
-
অথচ মুসলীম দেশ গুলোর এমন কোনো দেশ নাই, কি পাকিস্থান ? আফগানিস্থান, ইরাক, লিবিয়া, মিশর ? কি তুরস্ক, তুনিশিয়া, সিরিয়া l কি সৌদি ? মালোয়েশিয়া l সব খানেই মুরগি কবির, মুতা মামুন, জাফর-এক-বাল, তসলিমাদের দৌরাত্ব l যারা ভিনদেশের স্বার্থে নিজ দেশ,জাতী, সমাজ ধর্মের বিরুদ্ধে অসম যুদ্ধে সর্বদা অবতীর্ণ l এসব বাম, রাম, নাস্তিক, পুটুকামিদের এ কেমন ডাবল স্টান্ডার্ড ? কেনো একি জাতের প্রানী ? কাজে, চিন্তায় পরিকল্পনায় এমন বৈপরিত্য l কারো কি জানা আছে এর উত্তর ??
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে অন্য উদ্দেশ্যে তো অমুসলিম দেশের ওদের সাথে বিরোধ নাই। আর ওদের বিরোধ ইসলাম এর সাথেই।
মন্তব্য করতে লগইন করুন