Thumbs Up Thumbs Up মুসলমান বীরের জাতি Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:২৯ রাত



মুসলিম বীরের জাতি নেইকো তাঁদের ভয়

দুর্বার গতিতে লড়তে জানে করে অজেয়কে জয়।

Thumbs Up Thumbs Up

গভীর মুসিবতে কাঁদতে জানে না তাঁরা যে বাহাদুর

শত আঘাতেও অক্ষত তাঁরা ভাঙ্গবেই অন্যায় প্রাসাদের চূড়।

Thumbs Up Thumbs Up

বুকে আছে পূর্ণ হিম্মত দ্বীনের জন্য দিতে পারে জান

শত্রুর হুঙ্কারে বিচলিত নয় উড়াবেই ন্যায়ের নিশান।

Thumbs Up Thumbs Up

কঠিন বিপদে সবর করে মাড়তে জানে দুর্গম সিঁড়ি

যদিও জানে নরপিশাচেরা রেখেছে তাঁদের ঘিরি।

Thumbs Up Thumbs Up

মুমিন জানে মরলে শহীদ বাঁচলে তাঁরা গাজী

শত্রুরা তাই ভীত কম্পিত করে কারসাজি।

Thumbs Up Thumbs Up

রুখবেই তাঁরা অপশক্তি হাসিমাখা মুখে

অদম্য স্পৃহা বুকের মাঝে ফোটে শত দুঃখে।

Thumbs Up Thumbs Up

ধর্ম মুমিনের আত্মা, বিশ্বাস, বেঁচে থাকার প্রাণ

ফাঁসির বদলে বিলিয়ে দেয় বঞ্চিতদের ত্রাণ।

Thumbs Up Thumbs Up

ভক্তি আর শ্রদ্ধায় মিশে আছে তাঁদের সত্য চিরন্তন

মিথ্যাশ্রয়ী পথহারা মানুষকে দেয় আলোর সন্ধান।

Thumbs Up Thumbs Up

তাইতো মুসলমানেরা নিক্ষিপ্ত হচ্ছে হিংসার রোষানলে

নিশার অন্ধকারে বিষবৎ আহার দিচ্ছে তাঁদের মুখে ঢেলে।

Thumbs Up Thumbs Up

অন্যায় অবিচার মিথ্যা আজ সত্য হয়ে উঠে

নির্যাতন বিদ্রূপ ঘৃণার হাসি সতত ভাগ্যে জুটে!

Thumbs Up Thumbs Up

সত্যের জ্যোতি উদ্ভাসিত হবেই একদিন অনায়াসে

যতই ফাঁসি গুলি গুম খুনে স্তূপ হচ্ছে লাশে।

Thumbs Up Thumbs Up

মালিক ছাড়া কারো কাছে কভু করে নাকো মাথা নত

ঈমানী শক্তিতে মাথা উঁচু করে বীরদর্পে লড়াই করে অবিরত।

Thumbs Up Thumbs Up

জুলুমবাজির দুর্গ গুঁড়িয়ে দিবেই সিনা টান করে উচ্চ করে শির

ইসলামের বিজয় পতাকা উড়াবেই মুসলিম মহা বীর।



বিষয়: বিবিধ

১৯২১ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353264
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপি. মনটা খুব খারাপ ব্লগে এসে তোমার লেখা পেলাম. ব্লগে এখন আর আসা হয়না. এখন ঐ হাদিসটা বাস্তবে পরিণত হবার সময় চলে এসেছে.. ইসলাম এসেছিল অপরিচিত অবস্হায় কিছু অপরিচিতদের দ্বারা এবং ইসলাম বিদায়ও নিবে অপরিচিত অবস্হায় অল্প অপরিচিতদের মাঝে. সুতরাং ঐ অপরিচিতদের জন্য় তুবাহ..
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩০
293251
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আমার লিখায় তোমার প্রথম উপস্থিতি আনন্দিত করলো অনেক।

তবে ব্যথিত হলাম তোমার বিষণ্ণতা দেখে। মহান রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বিপদে ধৈর্যহারা ও হতাশ হতে বারণ করেছেন।

তোমার নিয়মিত লিখা উচিৎ বলে আমি মনে করি। ভালো থেকো। খু-উ-ব ভালো। অনিঃশেষ দোয়া। Good Luck Good Luck Good Luck

আমার জন্যও...। কিন্তু...
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৬
293253
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অজানা কোন এক কারণে এই ব্লগের কর্তৃপক্ষ আমার উপর মোটেও খুশিনা, তারা আমাকে ভাল চোখে দেখেনা তাই এই ব্লগটার প্রতি ভালবাসাটা নষ্ট হয়ে গেছে. সেদিন দেখলাম একজন আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে রীতিমত একটা ব্লগ পোস্ট দিয়ে ফেলেছে.. কারন তিনি কোন এক রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হিসাবে তার দলের হিন্দুদের পূজায় ব্যানার -ফেসবুকে শুভেচ্ছা জানানোতে কোন দোষের কিছই পাননি এমনকি তিনি রীতিমত কোরান-হাদিস দিয়ে তার বৈধতা দানের চেষ্টা করে যাচ্ছিলেন আমি শুধু তাকে কিছু হাদিস ও কোরানের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি ইসলামের নামে তিনি যা বলছেন সেটি সঠিক না. যুক্তিতেও তিনি হেরে গিয়েছিলেন কিন্তু পরে তাকেই দেখলাম আমার বিরুদ্ধে বিশাল অভিযোগের ব্লগপোস্ট. গণতন্ত্র রিলেটেড কিছু লেখা দেয়ার পর অনেকেই আমার লেখায় কমেন্ট করাই অফ করে দিয়েছেন এবং কিছু বাজে অভিযোগও এনেছেন. অনেকের কথা অনেকটা এমন এই ব্লগ মূলত একটি নিদৃষ্ট রাজনৈতিক দলের কর্মীদের প্লাটফর্ম তাই এখানে থাকতে হলে তাদের ভুল ঠিক সব কিছুকে বৈধতা দিতে হবে, এটাকেই ইসলামের খেদমত মানতে হবে. শারীরিকভাবে আমি অসুস্হ. নানা কারনে মানষিকভাবে বিপর্যস্ত. বড় ভাই বা ছোটবোনের হাতেপায়ে ধরে ল্যাপটপ নিয়ে লুকিয়ে ব্লগ লিখতে হয় এতকিছুর পরেও ব্লগে আসতাম. কিন্তুএখানে এসে গালমন্দ চোখ রাঙ্গানী ভাল লাগেনা. মিষ্টি মিষ্টি ইসলামের কথা বললে হয়ত অনেক বাহবা পাওয়া যায় কিন্তু আমি তো ওসব নিয়ে লিখতে পারিনা. তবুও মাঝে মাঝে আসি ভালবাসার কিছু মানুষের টানে.
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৯
293255
সন্ধাতারা লিখেছেন : Though I do not know what happened with you being a wellwisher I would like to request you ignoring everything you must go forward. So many obstacles will come to you but never stopped doing good deeds what you do. Only returns should be expected from Almighty. Plz do not mind for English comment as I do not have excess bangla now.
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৪১
293258
শেখের পোলা লিখেছেন : ঘুম ভাঙ্গাতে এসে চলে গেলে চলবে না৷ রেগে গেলেন তো হেরে গেলেন৷ মুসলীম দাওয়ার কাজে রাগবে না, হার মানবে না৷ আপনি পুনরায় আবার নিয়মিত হবেন আমার অনুরোধ রইল৷ আমাদের নবী পাহাড়ের ফেরেশ্তাকে তায়েফ চেপ্টা করার পারমিশন দেননি এই ভেবে যে এদের পরবর্তীরা ইমান আনবে, এনেও ছিলেন৷ মোহাম্মদ বীন কাসেম তাদেরই প্রজন্ম৷ তাই আবারও নিয়মিত দেখতে চাই৷ আশা করি নিরাশ হব না৷
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
293286
সন্ধাতারা লিখেছেন : Very nice! Vaiya. I do agree with you.
353271
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৭
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

ইসলামের বিজয় পতাকা উড়াবেই মুসলিম মহা বীর। ইনশা আল্লাহ !!
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
293287
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for your presence and beautiful comment.
353279
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৪২
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলায়কুম আপা কবিতা সুন্দর হয়েছে৷৷ ধন্যবাদ৷
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
293288
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for valuable comment.
353290
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : দে সাড়া দে বীর সেনাদল ওহে মুজাহিদ,
আল্লাহরপথে জিহাদ করে ভাঙরে সবার নিদ। রক্ত দিয়ে হলেও তোরা কররে কায়েম দীন।
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
293289
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for your excellent comment.
353300
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
293290
সন্ধাতারা লিখেছেন : Salam. Amin chumma Amin.
353310
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ইসলাম জিন্দাবাদ রমজানে কোরবানীতে

বিজয়ের মালাপরে মোটাতাজা চতুষ্পদ

ইসলাম আজ ঘরে ঘরে-ক্বাবা মদিনার পোষ্টারে

তারই নিচে স্টারজলসার পূজা অর্চন

হায় আল্লাহ এই বাংলার লেবাসে তুমি-

অন্তরে ভগবান বাস করে !

তাই রুদ্ধশ্বাস আমার আমি পাপি-

পাগলের জনপদে বাঁচি কেমন করে....?
****************************
সন্ধাতারার কবিতার ভাষা মূ-মীন মুসলমানদের জন্য...বর্তমানের বীর মুসলমানরা পীর ধরে ঈমান শেষ করেছে তাই ঈমান হারা দুর্বল ঈমানের মুসলমানদের এই দুরবস্থা...জগদ্ধল পাথর বুকের উপর চেপে বসেছে....,আফসোস মুসলমান মসজিদত...নির্মান করে...ঈমামদের শাহাদাতে নিরব থাকে...???
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৯
293542
সন্ধাতারা লিখেছেন : Salam. Really grateful for your beautiful comment. Jajakallahu khair.
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৮
293587
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক কষ্ট জমেছে....বুকটা হালকা করতেও পারছিনা....Broken Heart
১২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
293649
সন্ধাতারা লিখেছেন : May Almighty gives you peace in your mind.
353337
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
দ্য স্লেভ লিখেছেন : মুমিন জানে মরলে শহীদ বাঁচলে তাঁরা গাজী

শত্রুরা তাই ভীত কম্পিত করে কারসাজি।


ইনশাআল্লাহ বিজয় মুসলিমদের নিশ্চিত
১২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২১
293648
সন্ধাতারা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : Salam little brother. Jajakallah for your valuable presence and dua. Take care of you.
353584
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১০
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. Jajakallah for your valuable presence and dua. Take care of you.
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩১
293700
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান সিস্টার Happy
354360
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো। জাযাকিল্লাহ।
১৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২৫
296263
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ও সুপ্রিয় বড় ভাই। আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ভাললাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক দোয়া রইলো।
১০
354683
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : কাবার আ্ঙ্গীনায় লাভ কি কেদে
যদি না জাগে মুসলমান,
কুদনে রোদনে টলেনা প্রভু
কারবালাহীন দ্বীনে নেইকো প্রান।


ধন্যবাদ তেজস্বী কবিতা উপহার দেয়ার জন্য। ভাল লেগেছে। অনেক ভাল।
১৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২৮
296267
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ও সুপ্রিয় বিদ্রোহী বড় ভাই। অন্নেক দিন পর কাব্যময় তেজ্যস্বী উপস্থিতি সত্যিই মুগ্ধ করলো।

আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ছন্দময় ভাললাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক দোয়া রইলো।
আপনার জন্য।
১১
355494
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধর্ম মুমিনের আত্মা, বিশ্বাস, বেঁচে থাকার প্রাণ
ফাঁসির বদলে বিলিয়ে দেয় বঞ্চিতদের ত্রাণ।

খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
১৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৮
296268
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ও সুপ্রিয় ভাই। দেরীতে উপস্থিতির জন্য অন্নেক দুঃখ প্রকাশ করছি।

আপনার শুভ সংবাদে ভীষণ খুশী হয়েছি ও প্রাণভরে দোয়া করেছি। সময় স্বল্পতার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মনের কথাগুলো সেদিন ব্যক্ত করা হয়নি। তবে আপনাদের দু’জনের জন্য সর্বাঙ্গীণ দুনো জগতের কল্যাণ ও অপরিমিত সুখের প্রত্যাশায় সর্বদা দোয়া করি পরম করুণাময়ের কাছে।

নতুন আলোকময়ী ভাবীর জন্য রইলো ছালাম। দোয়ার আবেদন রইলো আমাদের জন্যও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File