মুসলমান বীরের জাতি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:২৯ রাত
মুসলিম বীরের জাতি নেইকো তাঁদের ভয়
দুর্বার গতিতে লড়তে জানে করে অজেয়কে জয়।
গভীর মুসিবতে কাঁদতে জানে না তাঁরা যে বাহাদুর
শত আঘাতেও অক্ষত তাঁরা ভাঙ্গবেই অন্যায় প্রাসাদের চূড়।
বুকে আছে পূর্ণ হিম্মত দ্বীনের জন্য দিতে পারে জান
শত্রুর হুঙ্কারে বিচলিত নয় উড়াবেই ন্যায়ের নিশান।
কঠিন বিপদে সবর করে মাড়তে জানে দুর্গম সিঁড়ি
যদিও জানে নরপিশাচেরা রেখেছে তাঁদের ঘিরি।
মুমিন জানে মরলে শহীদ বাঁচলে তাঁরা গাজী
শত্রুরা তাই ভীত কম্পিত করে কারসাজি।
রুখবেই তাঁরা অপশক্তি হাসিমাখা মুখে
অদম্য স্পৃহা বুকের মাঝে ফোটে শত দুঃখে।
ধর্ম মুমিনের আত্মা, বিশ্বাস, বেঁচে থাকার প্রাণ
ফাঁসির বদলে বিলিয়ে দেয় বঞ্চিতদের ত্রাণ।
ভক্তি আর শ্রদ্ধায় মিশে আছে তাঁদের সত্য চিরন্তন
মিথ্যাশ্রয়ী পথহারা মানুষকে দেয় আলোর সন্ধান।
তাইতো মুসলমানেরা নিক্ষিপ্ত হচ্ছে হিংসার রোষানলে
নিশার অন্ধকারে বিষবৎ আহার দিচ্ছে তাঁদের মুখে ঢেলে।
অন্যায় অবিচার মিথ্যা আজ সত্য হয়ে উঠে
নির্যাতন বিদ্রূপ ঘৃণার হাসি সতত ভাগ্যে জুটে!
সত্যের জ্যোতি উদ্ভাসিত হবেই একদিন অনায়াসে
যতই ফাঁসি গুলি গুম খুনে স্তূপ হচ্ছে লাশে।
মালিক ছাড়া কারো কাছে কভু করে নাকো মাথা নত
ঈমানী শক্তিতে মাথা উঁচু করে বীরদর্পে লড়াই করে অবিরত।
জুলুমবাজির দুর্গ গুঁড়িয়ে দিবেই সিনা টান করে উচ্চ করে শির
ইসলামের বিজয় পতাকা উড়াবেই মুসলিম মহা বীর।
বিষয়: বিবিধ
১৯২১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ব্যথিত হলাম তোমার বিষণ্ণতা দেখে। মহান রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বিপদে ধৈর্যহারা ও হতাশ হতে বারণ করেছেন।
তোমার নিয়মিত লিখা উচিৎ বলে আমি মনে করি। ভালো থেকো। খু-উ-ব ভালো। অনিঃশেষ দোয়া।
আমার জন্যও...। কিন্তু...
ইসলামের বিজয় পতাকা উড়াবেই মুসলিম মহা বীর। ইনশা আল্লাহ !!
আল্লাহরপথে জিহাদ করে ভাঙরে সবার নিদ। রক্ত দিয়ে হলেও তোরা কররে কায়েম দীন।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
বিজয়ের মালাপরে মোটাতাজা চতুষ্পদ
ইসলাম আজ ঘরে ঘরে-ক্বাবা মদিনার পোষ্টারে
তারই নিচে স্টারজলসার পূজা অর্চন
হায় আল্লাহ এই বাংলার লেবাসে তুমি-
অন্তরে ভগবান বাস করে !
তাই রুদ্ধশ্বাস আমার আমি পাপি-
পাগলের জনপদে বাঁচি কেমন করে....?
****************************
সন্ধাতারার কবিতার ভাষা মূ-মীন মুসলমানদের জন্য...বর্তমানের বীর মুসলমানরা পীর ধরে ঈমান শেষ করেছে তাই ঈমান হারা দুর্বল ঈমানের মুসলমানদের এই দুরবস্থা...জগদ্ধল পাথর বুকের উপর চেপে বসেছে....,আফসোস মুসলমান মসজিদত...নির্মান করে...ঈমামদের শাহাদাতে নিরব থাকে...???
শত্রুরা তাই ভীত কম্পিত করে কারসাজি।
ইনশাআল্লাহ বিজয় মুসলিমদের নিশ্চিত
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক দোয়া রইলো।
যদি না জাগে মুসলমান,
কুদনে রোদনে টলেনা প্রভু
কারবালাহীন দ্বীনে নেইকো প্রান।
ধন্যবাদ তেজস্বী কবিতা উপহার দেয়ার জন্য। ভাল লেগেছে। অনেক ভাল।
আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ছন্দময় ভাললাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক দোয়া রইলো।
আপনার জন্য।
ফাঁসির বদলে বিলিয়ে দেয় বঞ্চিতদের ত্রাণ।
খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
আপনার শুভ সংবাদে ভীষণ খুশী হয়েছি ও প্রাণভরে দোয়া করেছি। সময় স্বল্পতার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মনের কথাগুলো সেদিন ব্যক্ত করা হয়নি। তবে আপনাদের দু’জনের জন্য সর্বাঙ্গীণ দুনো জগতের কল্যাণ ও অপরিমিত সুখের প্রত্যাশায় সর্বদা দোয়া করি পরম করুণাময়ের কাছে।
নতুন আলোকময়ী ভাবীর জন্য রইলো ছালাম। দোয়ার আবেদন রইলো আমাদের জন্যও।
মন্তব্য করতে লগইন করুন