টেলিফোনের কথপোকথন নিয়ে মজাদার বাংলা জোকস

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৩:৪০ রাত



এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে-

ভদ্রমহিলা বলছে : ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।

ডাক্তার বলছে : হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?

ভদ্রমহিলা বলছে: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।

ডাক্তার বলছে : বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?

ভদ্রমহিলা বলছে: লোকটা যে আবারও ফোন করেছিল!

এটা কার ফোন কফি শপে বসে সমীর।

ক্রিং ক্রিং। সমীর: হ্যালো।

অপর প্রান্ত থেকে: অ্যাই শোনো না, গতকাল যে শাড়িটা ১০ হাজার টাকা চাইছিল, আজ সেটা সাড়ে নয় হাজারে দিচ্ছে। শাড়িটা কি কিনে ফেলব?

সমীর: অবশ্যই।

অপর প্রান্ত থেকে: আর আমার প্রিয় গয়নার দোকানটা ১৫ শতাংশ ছাড়ে বিক্রি করছে। গত মাসে যে নেকলেসটা কেনা হয়নি, সেটা এবার কিনব সোনা?

সমীর: অবশ্যই।

অপর প্রান্ত থেকে: ওহ! তুমি না একটা সুইটহার্ট হাসব্যান্ড। তাড়াতাড়ি বাড়ি এসো। রাতে তোমায় দেখাব, আজ কী কী কিনলাম। রাখছি, লাভ ইউ... হঠাৎ একজন দৌঁড়ে এসে সমীরকে বলল, আমি এখানে বসেছিলাম একটু আগে, আমার ফোনটা ফেলে গিয়েছি। আপনি কি দেখেছেন? আসলে আমার স্ত্রীর ফোন করার কথা ছিল, ও শপিংয়ে গেছে। আমি ফোন না ধরলে ও চিন্তা করবে। সমীর ওই ভদ্রলোকের হাতে ফোনটা দিয়ে বলল, না আপনার স্ত্রী চিন্তা করবে না আপনি নিশ্চিন্তে থাকুন।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

২৯৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353274
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৩০
কাহাফ লিখেছেন : অসহ্য এই সময়ে হাসির ফোয়ারা নিয়ে উপস্হিত হলেন! ধন্যবাদ ও হাসি হাসি আর হাসি!!!
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
293281
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দুখের মধ্যে একটু হাসি আর কি
353280
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৪৬
শেখের পোলা লিখেছেন : ভাল এদিকে কানও ইস্ত্রি হয়ে গেল৷ বাঃ বাঃ৷
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
293282
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
353301
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৫
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
293283
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
353327
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হা হা হা লুল
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
293310
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
353437
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
মোহাম্মদ রিগান লিখেছেন : হাহাহাহহাহাহ মজা পাইলাম
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৯
293407
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File